কলকাতায় কর্মী নিয়োগ করছে কমপক্ষে তিনটি সংস্থা। ইনফোসিসের তরফে আগামী ফেব্রুয়ারির গোড়ার দিকেই নিউ টাউনের ক্যাম্পাসে ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’-র আয়োজন করা হয়েছে। তাছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর্নস্ট অ্যান্ড ইয়ং এবং বিটি গ্রুপের তরফে। যেদিন ইনফোসিসের ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’ হবে, তার ঠিক আটদিনের মাথায় আর্নস্ট অ্যান্ড ইয়ং গ্রুপের ওয়াক-ইন-ইন্টারভিউ হবে বলে জানানো হয়েছে। আর সেই তিনটি সংস্থার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন।
ইনফোসিস কলকাতায় ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’
ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস কলকাতায় ‘ওয়াক-ইন রিক্রুটমেন্ট ড্রাইভ’-র আয়োজন করেছে। আগামী মাসের শুরুর দিকেই সেই ইন্টারভিউ হবে। ইনফোসিসের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সিভি, বৈধ সচিত্র সরকারি পরিচয়পত্র এবং দুটি পাসপোর্ট ছবি নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
১) ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়: ৮ ফেব্রুয়ারি (শনিবার), সকাল ১০ টা থেকে শুরু হবে।
২) ইন্টারভিউয়ের ঠিকানা: ইনফোসিস কলকাতা ক্যাম্পাস, নিউ টাউন রোড, হাতিশালা, পশ্চিমবঙ্গ, কলকাতা- ৭০০১৩৫ (Infosys Kolkata campus, New Town Road, Hatisala, West Bengal -700135)।
৩) রেজিস্টার করার লিঙ্ক - এখানে ক্লিক করুন
কলকাতার ইনফোসিসে কোন কোন পদে নিয়োগ করা হবে?
১) Oracle Apps Technical (২-১০ বছর)
২) Oracle PL/SQL (৩-৮ বছর)
৩) Oracle EBS/Cloud/Fusion SCM (১-১০ বছর)
৪) Oracle EBS/Cloud/Fusion Financials (২-১০ বছর)
৫) Oracle EBS/Cloud/Fusion HCM (১-১০ বছর)
৬) Oracle Apps Database administration (DBA)/Oracle Core Database administration (DBA) (৩-১০ বছর)
৭) OBIEE/ODI (২-১০ বছর)
৮) Workday (১-১৫ বছর)
৯) Hyperion (২-১০ বছর)
আরও পড়ুন: Career Suggestion: ভারতে বড়লোক হতে হলে কোন কেরিয়ার ভালো? কলেজ পাস করে কী করবেন
EY GDS মেগা রিক্রুটমেন্ট ড্রাইভ
১) বহুজাতিক সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের (EY) তরফে কলকাতায় নিয়োগ করা হবে।
২) আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া চলবে।
৩) EY-র তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে রেজিস্টার করতে হবে প্রার্থীদের। তারপর ব্রিটিশ বহুজাতিক সংস্থার তরফে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হবে। নির্ধারণ করা হবে ইন্টারভিউয়ের সময়।
৪) রেজিস্টার করার লিঙ্ক - এখানে ক্লিক করুন
BT গ্রুপে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
১) কাস্টমার সার্ভিস সাপোর্ট অ্যাডভাইসর (Customer Service Support Advisor) - আবেদনের লিঙ্ক।
২) কলিগ সার্ভিস সাপোর্ট অ্যাডভাইসর (Colleague Service Support Advisor) - আবেদনের লিঙ্ক।
৩) ঠিকানা: ডিএলএফ আইটি পার্ক, ফেজ ২, আইআইএফ/১, কলকাতা (DLF IT Park, Phase II, IIF/1, Kolkata)।