আগামী ফেব্রুয়ারিতেই বার্ষিক বেতন বৃদ্ধির চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে ইনফোসিস। সংবাদমাধ্যম দ্য ইকোনমিকস টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার পঞ্চম স্তরের (জব লেভেল ৫) কর্মচারীরা সম্ভবত প্রথমে সেই চিঠি পাবেন। তারপর বাকিরা পাবেন সেই ‘লেটার’। ফেব্রুয়ারিতে চিঠি পেলেও পঞ্চম স্তরের কর্মচারীদের বর্ধিত বেতন কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। আবার ষষ্ঠ স্তর (জব লেভেল ৬) বা উপরের স্তরের কর্মচারীদের সেই চিঠি আসতে আগামী মার্চ হয়ে যাবে। তাঁদের যে পরিমাণ বেতন বাড়ানো হবে, সেটা নয়া অর্থবর্ষের পয়লা দিন (অর্থাৎ ১ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
এবারের ‘অ্যাপ্রাইজাল’ নয়, কবেকার তাহলে?
আর সেই বর্ধিত বেতন যে কার্যকর হওয়ার কথা আছে, সেটা এবারের ‘অ্যাপ্রাইজাল’-র নয়। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবরের মধ্যেকার ‘অ্যাপ্রাইজাল’-র জন্য সেই বর্ধিত বেতন কার্যকর করা হবে। সাধারণত প্রতি বছর জুনে চিঠি বা 'অ্যাপ্রাইজাল লেটার' এসে থাকে। সেটার ভিত্তিতে বর্ধিত বেতন কার্যকর হয় জুলাই থেকে। কিন্তু ২০২৩ সালে ডিসেম্বরে রেটিংয়ের চিঠি পেয়েছিলেন ভারতের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মচারীরা।
আর সেটার নেপথ্যে আছে কোভিড মহামারীর আবহে নেওয়া ইনফোসিসের একটি সিদ্ধান্ত। ২০২১-২২ অর্থবর্ষে যখন বিশ্বের অর্থনীতি ধুঁকছে, সেইসময় কর্মচারীদের বেতন বৃদ্ধি করেনি। বরং ২০২৩ সালের অক্টোবর থেকে বার্ষিক ‘অ্যাপ্রাইজাল চক্র’ শুরু করেছে। আর সেটার ভিত্তিতে শেষবার বেতন বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ নভেম্বর থেকে।
গড়ে ৮৫% ‘পারফরম্যান্স বোনাস’ দিয়েছিল ইনফোসিস
তারইমধ্যে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কর্মচারীদের গড়ে ৮৫ শতাংশ ‘পারফরম্যান্স বোনাস’ দিয়েছে ইনফোসিস। যা প্রথম ত্রৈমাসিকের থেকে সামান্য বেশি ছিল। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ইনফোসিস কর্মচারীদের গড় ‘পারফরম্যান্স বোনাস’-র পরিমাণ ছিল ৮০ শতাংশ। আর এবার ফেব্রুয়ারি থেকে ইনফোসিস কর্মচারীদের বর্ধিত বেতনের চিঠি ঢুকবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
ইনফোসিসের বিভিন্ন স্তরের কর্মচারী
১) পঞ্চম স্তরের (জব লেভেল ৫) কর্মচারী: বিভিন্ন বিভাগের লিডরা, যাঁদের অধীনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার এবং উপদেষ্টারা আছেন।
২) ষষ্ঠ স্তর (জব লেভেল ৬) বা তার উচ্চস্তরের কর্মচারী: ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেলিভারি ম্যানেজার, সিনিয়র ম্যানেজাররা সেই তালিকায় আছেন। তবে ভাইস-প্রেসিডেন্টরা সেই তালিকায় নেই।