Bengal Investment: প্লাস্টিক শিল্পে বাংলায় বিনিয়োগ হবে ৩০০০ কোটি, ২০০০০০ কাজের সুযোগ, পুজোর মুখে খুশির খবর Updated: 02 Oct 2024, 03:38 PM IST Satyen Pal Share শিল্পের জোয়ার আসছে বাংলায়। তৈরি হবে প্লাস্টিক শিল্প পার্ক। 1/5পুজোর মুখেই বাংলার শিল্পক্ষেত্রে বিরাট খুশির খবর। ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে বাংলায় তারা ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। বাংলায় দুটি নতুন পলি পার্ক তৈরি করা হবে। সাঁকরাইলে যে পলি পার্ক রয়েছে সেখানেও বিনিয়োগ করা হবে। এককথায় বিনিয়োগ মানেই প্রচুর কাজের সুযোগ। : ছবি সৌজন্যে নক্ষত্র 2/5মূলত উলুবেড়িয়ায় প্রায় ৫০ একর জায়গার উপর এই বিনিয়োগ হবে বলে খবর। এর জেরে বাংলার প্লাস্টিক শিল্পে কার্যত জোয়ার আসবে এবার। সেই সঙ্গেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারেও বিপুল জায়গায় এই বিনিয়োগ হবে। সেই মতো জমি খোঁজার কাজ শুরু হয়েছে। প্রতীকী ছবি পিক্সাবে। 3/5দুটি ক্ষেত্রেই প্রায় ২,০০,০০০জনের কর্মসংস্থান হতে পারে। সব মিলিয়ে বাংলার শিল্পক্ষেত্রে এবার জোয়ার আসবে প্লাস্টিক শিল্পের হাত ধরে। ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে এই কাজ বাস্তবায়িত হবে। প্রতীকী ছবি পিক্সাবে। 4/5মঙ্গলবারই বাংলার মুখ্য়মন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘দেবী পক্ষের আগেই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে এমএসএমই বার্ষিক রিপোর্ট ২০২৩-২৪ যেটা ভারত সরকারের এমএসএমই মন্ত্রক প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে সবার শীর্ষে। ’প্রতীকী ছবি পিক্সাবে। 5/5‘আশ্চর্যজনকভাবে মহিলা পরিচালিত এমএসএমইতে রাজ্য দেশের মধ্যে একেবারে প্রথম স্থানে রয়েছে। দেশের নিরিখে ২৩.৪২ শতাংশ রয়েছে এই রাজ্যের।’‘এই সংখ্যাটা বাংলার মহিলা উদ্যোগপতিদের শক্তিকে সামনে এনেছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ লিখেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। (ANI Photo) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি