তাঁর জীবনে ইংরেজির শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা এমন একটা বিষয়কে ভালোবাসতে শিখিয়েছিলেন, যে বিষয় নিয়েই আগামিদিনে পড়তে চান আইএসসি পরীক্ষার সম্ভাব্য মেধাতালিকায় থাকা দেবোপমা ভট্টাচার্য। এবার কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) তরফে মেধাতালিকা প্রকাশ না করা হলেও ৪০০-র মধ্যে ৩৯৫ নম্বর (৯৮.৭৫ শতাংশ) পেয়ে রাজ্য তো বটেই পুরো দেশে প্রথম দশের মধ্যে আছেন দার্জিলিঙের মাটিগাড়ার সেন্ট জোসেফ স্কুলের ছাত্রী। তিনি জানিয়েছেন, ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে পড়তে চান। তারপর ইংরেজির অধ্যাপক হতে চান বলে জানিয়েছেন দেবোপমা।
ISC পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন দেবোপমা?
দ্বাদশ শ্রেণিতে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল এবং কম্পিউটার ছিল দেবোপমার। ISC পরীক্ষায় সবথেকে বেশি নম্বর পেয়েছেন পলিটিক্যাল সায়েন্সে (রাষ্ট্রবিজ্ঞান)। পুরো ১০০ নম্বর পেয়েছেন। তাছাড়া কম্পিউটারে ৯৯ নম্বর, ইংরেজিতে ৯৮ নম্বর, ভূগোলে ৯৮ নম্বর এবং ইকোনমিক্সে (অর্থনীতি) ৯৪ নম্বর, ভূগোল ৯৮ নম্বর পেয়েছেন দেবোপমা।
কীভাবে ISC পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন দেবোপমা?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে দেবোপমা বলেছেন, ‘ভালোই প্রস্তুতি নিয়েছিলাম। একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার পর থেকেই বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। আসলে একাদশ শ্রেণিতে খুব একটা ভালো রেজাল্ট হয়নি। কিন্তু বোর্ড পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করার প্রতিজ্ঞা করেছিলাম। তাই বছরের প্রথম থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। দিনে মোটামুটি আট ঘণ্টা পড়তাম। পরীক্ষাও ভালো দিয়েছিলাম।’
কেন ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে চান?
দেবোপমা জানিয়েছেন, ইংরেজি সাহিত্যের ভালোবাসায় পড়ে গিয়েছেন। আর সেটার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তাঁরাই অনুপ্রেরণা হয়ে ওঠেন দেবোপমার। সেরকমভাবেই আগামিদিনের ছাত্রছাত্রীর কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে চান বলে জানিয়েছেন মাটিগাড়ার সেন্ট জোসেফ স্কুলের ছাত্রী।
তাঁর কথায়, ‘ছোটবেলায় আরও অনেক ইচ্ছা ছিল। ছোটবেলাটা তো আলাদা হয়। মোটামুটি অষ্টম শ্রেণি থেকেই ইংরেজি নিয়ে পড়ার বিষয়টা ঠিক করে ফেলি। বই পড়তে খুব ভালো লাগে। লেখালেখির সঙ্গেও যুক্ত আছি। লেখালেখি করি। তাছাড়া আমার জীবনে এমন অনেক ইংরেজির শিক্ষক ছিলেন, যাঁরা ইংরেজি সাহিত্যের প্রতি আমার ভালোবাসটা গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমিও সেরকম একটা ভূমিকা পালন করতে চাই।’
২০২৫ সালের ISC-র পরীক্ষার্থীদের জন্য টিপস
দেবোপমা বলেন, ‘শুধু মুখস্থ করে নিলে চলবে না। এখন আইএসসি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনেক পালটে গিয়েছে। কনসেপ্ট-বেসড প্রশ্ন আসে। ফলে যেটা পড়বে, সেটা ভালোভাবে বুঝতে পড়। তাহলে প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। একেবারে বই থেকে তুলে প্রশ্ন দেওয়া হবে বোর্ড পরীক্ষায়, সেটার সম্ভাবনা খুব কম। ওরকম প্রশ্ন বেশি থাকে না।’