নয়া টেক স্নাতকদের জন্য সুখবর। চলতি অর্থবর্ষে ৯০ হাজারেরও কর্মী নিয়োগ করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং ইনফোসিস।
এর মধ্যে প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করবে টিসিএস। তার আগের বছরে ১ লক্ষ ফ্রেশার যোগ করেছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)।
বাকি ৫০ হাজার কর্মী নিয়োগ করবে ইনফোসিস। গত অর্থবর্ষেই ৮৫ হাজার ফ্রেশার নিয়োগ করেছিল সংস্থা। কিন্তু এত বেশি নিয়োগের কারণ কী? আরও পড়ুন: কুয়ো থেকে ওঠা ২৮২টি কঙ্কালের রহস্যভেদ? গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য!
গত অর্থবর্ষ থেকেই অ্যাট্রিশন রেট বৃদ্ধি পেয়েছে বড় আইটি সংস্থাগুলিতে। উচ্চ চাহিদা, বেশি বেতন, পছন্দের প্রোজেক্টের খোঁজে টিসিএস, ইনফোসিসের মতো বড় সংস্থা ছেড়ে সুইচ করছেন বহু কর্মী।
ফলে কর্মীর চাহিদা মেটাতে বিপুল পরিমাণে ফ্রেশার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই সংস্থা। অ্যাট্রিশনের কারণে এখন প্রভাবিত সমগ্র আইটি সেক্টরই। সেই কারণে ফ্রেশার নিয়োগের ট্রেন্ড বজায় থাকবে চলতি বছরেও।
নয়া অর্থবর্ষেও ওয়ার্কফ্রম হোম জারি রাখার পরিকল্পনা রয়েছে দুই সংস্থার। তবে সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম নয়। হাইব্রিড মডেলে কাজ কার চেষ্টা করা হবে। তবে দুই সংস্থাই চাইছে অফিসে কর্মীদের আসার সংখ্যা বৃদ্ধি করতে।