বাংলা নিউজ > কর্মখালি > ৫ বছরে সবচেয়ে কম মুনাফা! আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি, চড়া বেতনে চাপে IT Sector

৫ বছরে সবচেয়ে কম মুনাফা! আর্থিক মন্দা, মূল্যবৃদ্ধি, চড়া বেতনে চাপে IT Sector

ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ (Bloomberg)

শেয়ারের দর গত ২১টি ত্রৈমাসিকের সর্বনিম্ন। গত এক বছরে মুনাফা প্রায় ৩ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে। কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থার মুনাফা হ্রাস পাচ্ছে কেন?

মার্চ ত্রৈমাসিকে অতীব দূরবস্থা। গত পাঁচ বছরের সবচেয়ে খারাপ ত্রৈমাসিক গেল IT সেক্টরের। মুনাফার হার কমে দাঁড়াল ৯.৭%। সর্বশেষ কর্পোরেট আয়ের তথ্যাদি বিশ্লেষণ করে মিলেছে এই তথ্য।

শেয়ারের দর গত ২১টি ত্রৈমাসিকের সর্বনিম্ন। গত এক বছরে মুনাফা প্রায় ৩ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে। কিন্তু তথ্যপ্রযুক্তি সংস্থার মুনাফা হ্রাস পাচ্ছে কেন? আরও পড়ুন: কমতে পারে আয়, কয়েক হাজার কর্মী কমাতে পারে Cognizant

১. বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আবহ।

২. ইউরোপ, আমেরিকার ক্লায়েন্টদের থেকে অর্ডার হ্রাস।

৩. মূল্যবৃদ্ধির কারণে ব্যবসা চালানোর বিপুল খরচ।

৪. প্রশিক্ষিত কর্মী পেতে ক্রমবর্ধমান ব্যয়।

৫. করোনা পরবর্তী সময়ে চাহিদার অভাব।

৬. বড় বিনিয়োগ কমে আসা।

ক্যাপিটালাইন ডাটাবেস থেকে সংগৃহীত ১,২৫২টি BSE- তালিকাভুক্ত কোম্পানির জন্য সাম্প্রতিক আয়ের মরসুমের ডেটার উপর ভিত্তি করে এই বিশ্লেষণ করেছে। এতে আইটি এবং আইটি-এনাবেলড পরিষেবা প্রদানকারী ৬৬টি সংস্থা অন্তর্ভুক্ত ছিল।

২০২০ সালের প্রথম দিকে মহামারীর আবহে বিশ্বজুড়ে ডিজিটালাইজেশন বেড়েছিল। সেই সময়ে তাবড় সংস্থা ডিজিটালাইজেশনের জন্য IT সংস্থাগুলিকে বরাত দিচ্ছিল। অন্যদিকে এই সময়ে বিনিয়োগকারীরাও আশাবাদী হয়ে বেশি করে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে টাকা ঢালছিলেন।

কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাবাভিক হয়ে যেতে আর আগের মতো সেই চাহিদা ও বিনিয়োগ নেই।

এই মন্দার আবহ যে রয়েছেই, তা এক বছর আগের থেকেই স্পষ্ট হচ্ছিল। গত বছর মুনাফা কমে ১০.৫%-এ দাঁড়িয়েছিল। গত আট ত্রৈমাসিকে প্রথম বার্ষিক মুনাফার পতন।

'BFSI, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং বিমা শিল্পে ক্রমাগত সমস্যা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার উদ্বেগের কারণে ভারতের আইটি সেক্টরে চলতি বছর মাঝারি হারেই বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে,' এমনটাই জানালেন জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেস-এর বিশ্লেষক বিনোদ টিপি। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, জুন ত্রৈমাসিকের আর্থিক ফলাফলও দুর্বল হতে পারে। সেখানে বলা হয়েছে, 'ব্যাঙ্কিং সঙ্কটের প্রভাব এবং মন্দার কারণে প্রভাব পড়বে।'

আইটি সেক্টরের কর্মীদের পিছনে খরচ মার্চে ৪৮.৫%-এ পৌঁছে গিয়েছে। শীর্ষ চারটি আইটি কোম্পানির গড় কর্মী বাবদ খরচ প্রাক-মহামারীর সময়ের তুলনায় প্রায় ৩০০ bps বেড়েছে।

ফলে, মার্জিন চাপ এখনও অব্যাহত রয়ে গিয়েছে। গত দুই প্রান্তিকে IT সংস্থাগুলির মোট নেট লাভের মার্জিন ১৮.১% থেকে কমে ১৭.৫%-এ নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই মার্জিন চাপ চলতি অর্থবছরে এমনই জারি থাকবে। আগামিদিনে এটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: IT সেক্টরের সুদিন অতীত, এক বছরে কাজ হারিয়েছেন ৬০ হাজার চুক্তিভিত্তিক কর্মী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন