ঝাড়খণ্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পড়ুয়ারা ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের (Jharkhand Academic Council) অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস’-র ওয়েবসাইটেও ঝাড়খণ্ড বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। এবার মাধ্যমিকে পাশের হার ঠেকেছে ৯৫.৩৮ শতাংশে। অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের পাশের হার ৮১.৪৫ শতাংশ দাঁড়িয়েছে।
কীভাবে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের (Jharkhand Academic Council) অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজে 'Results of Examination - 2023'-তে 'Results of Annual Secondary Examination - 2023 (published on 23-05-2023)'-তে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে 'ROLL CODE' এবং 'ROLL NUMBER' আছে। সেই তথ্য দিয়ে 'Submit' করতে হবে।
৪) স্ক্রিনে আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখাবে। তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
কীভাবে ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবেন?
১) ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের (Jharkhand Academic Council) অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in-তে যান।
২) হোমপেজে ‘Results of Annual Intermediate Science Examination - 2023 (published on 23-05-2023)’ লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে 'ROLL CODE' এবং 'ROLL NUMBER' দিতে হবে। সেই তথ্য দিতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।
ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে