বাংলা নিউজ > কর্মখালি > QS Sustainability Ranking: আন্তর্জাতিক সমীক্ষায় দেশে অষ্টম যাদবপুর বিশ্ববিদ্যালয়

QS Sustainability Ranking: আন্তর্জাতিক সমীক্ষায় দেশে অষ্টম যাদবপুর বিশ্ববিদ্যালয়

সাস্টেনেবিলিটি র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলির বিষয়ে পদক্ষেপের পর্যালোচনা করা হয়। চলতি বছর এই তালিকার জন্য ১,৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয়ের নাম গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০০ -টির র‍্যাঙ্কিং করা হয়েছে।