সাস্টেনেবিলিটি র্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলির বিষয়ে পদক্ষেপের পর্যালোচনা করা হয়। চলতি বছর এই তালিকার জন্য ১,৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয়ের নাম গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০০ -টির র্যাঙ্কিং করা হয়েছে।
1/5QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সাস্টেনেবিলিটি খাতে দেশে অষ্টম স্থান পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের ১৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই স্থান দেওয়া হয়েছে যাদবপুরকে। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
2/5তালিকায় বিশ্বে সব মিলিয়ে ৫০১-৫৫০ র্যাঙ্কের মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। অবশ্য তালিকায় পশ্চিমবঙ্গের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে। সেটি হল আইআইটি খড়গপুর। বিশ্বে ৫৫১-৬০০-র মধ্যে স্থান পেয়েছে দেশের অন্যতম নামজাদা এই প্রতিষ্ঠান। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক) (Facebook)
3/5সাস্টেনেবিলিটি র্যাঙ্কিংয়ের মাধ্যমে কোনও বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলির বিষয়ে পদক্ষেপের পর্যালোচনা করা হয়। চলতি বছর এই তালিকার জন্য ১,৩০০-রও বেশি বিশ্ববিদ্যালয়ের নাম গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০০ -টির র্যাঙ্কিং করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক) (Facebook)
4/5যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি সুরঞ্জন দাস বলেন, 'আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা কেন্দ্র থেকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মতো বিপুল তহবিল পাই না।' (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক) (Facebook)
5/5যাদবপুরের শিক্ষক সংগঠনের পার্থপ্রতিম রায়ও একই বিষয়ে শঙ্কা প্রকাশ করলেন। তাঁর মতে, কেন্দ্রীয় তহবিল না এলে এভাবে যাদবপুরের ভাল র্যাঙ্কিংগুলি ধরে রাখা দিন দিন কঠিন হয়ে পড়বে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (Facebook)