জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২৫ এর রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসে। সদ্য দিল্লি আইআইটি প্রকাশ করেছে, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স বা জ্যামের বিস্তারিত সূচি। jam2025.iitd.ac.in এই ওয়েবসাইটে লগ ইন করলেই বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, ২০২৫ সালের জ্যাম নিয়ে।
কবে থেকে শুরু রেজিস্ট্রেশন?
জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স-এর রেজিস্ট্রেশন শুরু সেপ্টেম্বর মাসের ৩ তারিখ থেকে। jam2025.iitd.ac.in এ গিয়ে লগ ইন করে এই রেজিস্ট্রেশনের তারিখ দেখতে পারেন। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে jam2025.iitd.ac.in এ জ্যাম অনলাইন অ্য়াপ্লিকেশন প্রসেসিং সিস্টেম চালু হবে। ফলে সেই দিন থেকেই রেজিস্ট্রেশন শুরু হবে।
( Tripura: শিবমন্দির উদ্বোধনের পুজোয় প্রসাদ খেয়ে মৃত ১, অসুস্থ ৫১ জন, ত্রিপুরায় চাঞ্চল্য)
গুরুত্বপূর্ণ তারিখ:-
জ্যামের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ১১ অক্টোবর। সেই দিনটি পড়েছে শুক্রবার। জানুয়ারি মাসের প্রথমের দিক থেকে জ্যাম পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া শুরু হবে। জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স-এর পরীক্ষা হবে ২ ফেব্রুয়ারি, ২০২৫। সেই দিনটি পড়ছে রবিবার।ফলাফল বের হবে ২০২৫ সালের মার্চে। জাননো হয়েছে ১৬ মার্চ প্রকাশ হবে জ্যামের ফসাফল। স্কোরকার্ড পাওয়া যাবে ২৫ মার্চ ২০২৫। এরপর ভর্তির জন্য একটি পোর্টাল আসবে। সেই ভর্তির জন্য পোর্টাল আসতে চলেছে, ২ এপ্রিল, ২০২৫। তবে দিল্লি আইআইটি জানিয়েছে, এই তারিখগুলি পরিস্থিতি অনুযায়ী পাল্টাতে পারে।
কী কী বিষয়ে পরীক্ষা?
চলতি বছরে জ্যামে ৭ বিষয়ে পরীক্ষা আয়োজিত হবে। যে ৭ বিষয়ে পরীক্ষা হবে সেগুলি হল- এ বছর বায়োটেকনোলজি, রসায়ন, অর্থনীতি, জিওলজি,গণিত, ম্যাথমেটিকাল স্ট্যাটিস্টিকস এবং পদার্থবিদ্যা। স্নাতকস্তরে যে প্রার্থীরা চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন, বা পরীক্ষা সম্পন্ন হয়েছে, তাঁরা সকলেই এই পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষায় অংশগ্রহণের কোনো বয়সসীমা নেই।
পরীক্ষার জন্য খরচ-
জ্যাম ২০২৪-এর আবেদন ফি একজনের জন্য ছিল ৯০০ টাকা এবং মহিলা, এসসি, এসটি এবং পিডাব্লিউি প্রার্থীদের দুটি পরীক্ষার জন্য খরচ ১২৫০ টাকা। জানা যাচ্ছে, এই বছর আইআইটিগুলির ৩০০০ শূন্যপদ পূরণে এই পরীক্ষা আয়োজিত হচ্ছে।