বাংলা নিউজ > কর্মখালি > JEE Main 2020 Admit Card: প্রকাশিত JEE Main-এর অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক
চলতি বছরের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার (জেইই-মেন) অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যে প্রার্থীরা পরীক্ষার জন্য রেজিস্টার করেছেন, তাঁরা jeemain.nta.nic.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেইই মেন পরীক্ষা হবে। দুটি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা।
কীভাবে জেইই মেনের অ্যাডমিট কার্ড (JEE mains Admit card 2020) ডাউনলোড করবেন?
১) jeemain.nta.nic.in সাইটে যান।
২) হোম পেজে JEE Mains Admit card লিঙ্কে ক্লিক করুন।
৩) স্ক্রিনে নয়া একটি পেজ খুলে যাবে।
৪) নিজের Application Number এবং Date of Birth দিন।
৫) জেইই মেনের অ্যাডমিট স্ক্রিনে দেখাবে।
৬) ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিন।
কর্মখালি খবর