আগামী বছর থেকে আরও বেশি সংখ্যক আঞ্চলিক ভাষায় সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার (JEE Main) আয়োজন করবে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (JAB)। নয়া জাতীয় শিক্ষানীতিতে স্কুল শিক্ষায় মাতৃভাষা/ আঞ্চলিক ভাষার ব্যবহারে আরও গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।
বৃহস্পতিবার টুইটারে তিনি বলেন, ‘জাতীয় শিক্ষানীতির (NEP 2020) লক্ষ্য পূরণের করতে JEE (Main) আরও বেশি আঞ্চলিক ভাষায় অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভরতির ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই সিদ্ধান্তের একটি সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। কারণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন যে PISA পরীক্ষার (প্রোগাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। যা বিশ্বের সব দেশের স্কুল পড়ুয়াদের অ্যাপটিটিউড টেস্ট। দীর্ঘদিন পরে তাতে অংশগ্রহণ করছে ভারত) শীর্ষস্থানীয় দেশগুলি মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (JAB) সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের প্রশ্নপত্র আরও ভালোভাবে বুঝতে এবং ফলাফল আরও ভালো করতে সাহায্য করবে।’