বাংলা নিউজ > কর্মখালি > JEE Main 2021 Result: প্রথম র‍্যাঙ্ক পেলেন ১৮ জন, ৪৪ জনের পার্সেন্টাইল ১০০

JEE Main 2021 Result: প্রথম র‍্যাঙ্ক পেলেন ১৮ জন, ৪৪ জনের পার্সেন্টাইল ১০০

অবশেষে ঘোষণা করা হল এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

অবশেষে ঘোষণা করা হল এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল।

অবশেষে ঘোষণা করা হল এবারের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। চারটি সেশনের পরীক্ষা মিলিয়ে কমপক্ষে ৪৪ জন পেয়েছেন ১০০ পার্সেন্টাল। প্রথম স্থান অধিকার করেছেন ১৮ জন। তবে এখনও সম্পূর্ণ ফল প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার গভীর রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে ১৮ জন সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন,  তাঁদের মধ্যে চারজন অন্ধ্রপ্রদেশ, তিনজন রাজস্থান, দু'জন করে তেলাঙ্গানা, উত্তরপ্রদেশ এবং দিল্লির প্রার্থী। এছাড়াও কর্নাটক, পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করেছেন। পশ্চিমবঙ্গের কোনও প্রার্থী অবশ্য প্রথম স্থানে নেই।

কীভাবে রেজাল্ট দেখবেন?

১) jeemain.nta.nic.in-তে ওয়েবসাইটে যান

২) ডিসপ্লেতে রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

৩) লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করুন।

DigiLocker-এ ফলাফল দেখার পদ্ধতি:

১) DigiLocker লিঙ্কে ক্লিক করে আধার নম্বর অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিন।

২) একটি ছয় ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিন।

৩) এরপর আধার নম্বর যোগ করুন।

৪) তথ্য 'সাবমিট' করে একটি ইউজারনেম বেছে নিন।

৫) এরপর DigiLocker অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর জমা দিয়ে সেখানে ফল দেখুন।

বন্ধ করুন