বাংলা নিউজ > কর্মখালি > JEE Main 2021 Result: আজই প্রকাশিত হবে ফলাফল, কীভাবে দেখবেন, জেনে নিন

JEE Main 2021 Result: আজই প্রকাশিত হবে ফলাফল, কীভাবে দেখবেন, জেনে নিন

জেইই-মেনের ফল প্রকাশিত হলেই শুরু হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) প্রবেশিকার জেইই অ্যাডভান্সড রেজিস্ট্রেশন প্রক্রিয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে।

আজই প্রকাশিত হবে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। জানিয়ে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রার্থীরা jeemain.nta.nic.in-তে ফলাফল দেখতে পারবেন। তবে কোন সময় ফলাফল প্রকাশিত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত ২৬ অগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেইই-মেনের চতুর্থ তথা মে সেশনের পরীক্ষা হয়েছিল। সোমবার ফলাফল প্রকাশের কথা থাকলেও তা হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ডিরেক্টর-জেনারেল বিনীত জোশী জানান, আগামী দু'একদিনের মধ্যে ফল প্রকাশিত হবে। সেই পরিস্থিতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) প্রবেশিকার জেইই অ্যাডভান্সড রেজিস্ট্রেশন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবারও ফলাফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা ছিল। পরে রাতের দিকে জানানো হয়, আজই প্রকাশিত হবে ফলাফল। কিন্তু এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত jeemain.nta.nic.in-তে জেইই-মেনের চতুর্থ তথা মে সেশনের ফলাফলের কোনও লিঙ্ক সক্রিয় হয়নি। প্রথম থেকে তৃতীয় সেশনের লিঙ্ক আছে। সঙ্গে আছে জেইই-মেনের চতুর্থ তথা মে সেশনের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক। 

কীভাবে রেজাল্ট দেখবেন? 

১) jeemain.nta.nic.in-তে ওয়েবসাইটে যান

২) ডিসপ্লেতে রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

৩) লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করুন।

DigiLocker-এ ফলাফল দেখার পদ্ধতি:

১) DigiLocker লিঙ্কে ক্লিক করে আধার নম্বর অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিন।

২) একটি ছয় ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিন।

৩) এরপর আধার নম্বর যোগ করুন।

৪) তথ্য 'সাবমিট' করে একটি ইউজারনেম বেছে নিন।

৫) এরপর DigiLocker অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর জমা দিয়ে সেখানে ফল দেখুন।

বন্ধ করুন