বাংলা নিউজ > কর্মখালি > JEE Main 2021 Result: কবে ফলাফল প্রকাশিত হবে? অবশেষে জানাল NTA

JEE Main 2021 Result: কবে ফলাফল প্রকাশিত হবে? অবশেষে জানাল NTA

আজ প্রকাশিত হচ্ছে না সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

আজ প্রকাশিত হচ্ছে না সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের (জেইই-মেন) ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ডিরেক্টর-জেনারেল বিনীত জোশী জানিয়েছেন, আগামী দু'একদিনের মধ্যে ফল প্রকাশিত হবে। সেই পরিস্থিতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) প্রবেশিকার জেইই অ্যাডভান্সড রেজিস্ট্রেশনের পিছিয়ে গিয়েছে।

কীভাবে রেজাল্ট দেখবেন?

১) jeemain.nta.nic.in-তে ওয়েবসাইটে যান

২) ডিসপ্লেতে রেজাল্টের লিঙ্ক দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

৩) লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করুDigiLocker ফলাফল দেখার পদ্ধতি:

১) DigiLocker লিঙ্কে ক্লিক করে আধার নম্বর অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিন।

২) একটি ছয় ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিন।

৩) এরপর আধার নম্বর যোগ করুন।

৪) তথ্য 'সাবমিট' করে একটি ইউজারনেম বেছে নিন।

৫) এরপর DigiLocker অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর জমা দিয়ে সেখানে ফল দেখুন।ন।

বন্ধ করুন