প্রকাশিত হল JEE Main-র দ্বিতীয় পত্রের চূড়ান্ত উত্তরপত্র বা 'ফাইনাল অ্যানসার কি'। JEE Main আয়োজনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তা প্রকাশ করেছে। যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জেইই মেনের অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে নিজেদের BArch এবং BPlanning-র 'ফাইনাল অ্যানসার কি' দেখতে পারবেন। সেই 'ফাইনাল অ্যানসার কি'-র ভিত্তিতে বুঝতে পারবেন যে তাঁরা কত নম্বর পাবেন।
কীভাবে JEE Main-র দ্বিতীয় পত্রের 'ফাইনাল অ্যানসার কি' দেখতে হবে?
১) প্রথমে সর্বভারতীয় জয়েন্টের (JEE Main) অফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে JEE Main Answer Key Paper 2-র লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) একটি নয়া পিডিএফ খুলে যাবে। 'ফাইনাল অ্যানসার কি' দেখে নিতে হবে এবং তা নিজের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে হবে।
৪) ওই পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। তা ভবিষ্যতের জন্য প্রিন্ট-আউট করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
JEE Main-র দ্বিতীয় পত্রের 'ফাইনাল অ্যানসার কি'
JEE Main পরীক্ষা
চলতি বছর ২৪ জানুয়ারি, ২৫ জানুয়ারি, ২৮ জানুয়ারি, ২৯ জানুয়ারি, ৩০ জানুয়ারি, ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি জেইই মেনের লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর ৭ ফেব্রুয়ারি প্রথম পত্রের (BE/ BTech) ফলাফল প্রকাশিত হয়েছে। আজ যে দ্বিতীয় পত্রের ফাইনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছে, সেই B Arch এবং B Planning-র পরীক্ষা হয়েছিল ২৮ জানুয়ারি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)