জয়েন্ট্র এন্ট্রান্স এক্সামের মূল পর্বের পরীক্ষা নিয়ে আরও কড়াকড়ি ন্যাশনাল টেস্টিং এজেন্সির। রিপোর্ট অনুযায়ী, জেইই মেন পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা দিতে হবে। এদিকে শুধু তাই নয়, পরীক্ষার মাঝে টয়লেটে গিয়ে ফিরলেও পরীক্ষার্থীর শরীর হাতড়ে চেকিং করার নির্দেশ দিয়েছে এনটিএ। এদিকে এই প্রথম জেইই-র মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে মেঘালয়ের তুরা এবং ছত্তিশগড়ের বস্তারে। প্রসঙ্গত, এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি, কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং কোর্সে (B.E, B.Tech, B. Arch, B.Planning) ভরতি হওয়া যায়। অন্যবারের মতো এবারও কম্পিউটার বেসড টেস্ট নেবে এনটিএ। (আরও পড়ুন: শার্ট খুলে মদ্যপ অবস্থায় উদ্দাম নাচ 'অসুস্থ' প্রধান শিক্ষকের, ভাইরাল হল ভিডিয়ো)
আরও পড়ুন: ৯০০ কর্মীর বেতন বন্ধ, ২০০০-কে 'জোর করে বদলি', বিস্ফোর অভিযোগ TCS-এর বিরুদ্ধে
উল্লেখ্য, এবছর জেইই মেন পরীক্ষার জন্য সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নাম নথিভুক্ত করিয়েছেন। এই প্রথম জেইই মেন পরীক্ষায় রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখের গণ্ডি ছাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী, এবার প্রায় ১২.৩ লাখ পরীক্ষার্থী জেইই মেন পরীক্ষা বসার জন্য নাম নথিভুক্ত করিয়েছে। এদিকে আগামীতে জেইই মেন পরীক্ষায় বসা পরীক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই আবহে এনটিএ কর্তারা জানাচ্ছেন, পরীক্ষার পবিত্রতা রক্ষার্থে এবং কঠিন পরিশ্রম করা প্রার্থীদের প্রতি ন্যায়বিচার করতেই এই কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এবারের জেইই মেন পরীক্ষা। এর ফলাফল প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। এরপর এপ্রিলে আরও একদফায় অনুষ্ঠিত হবে জেইই মেন। এর রেজিস্ট্রেশন চলবে ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত। সেই দফায় পরীক্ষা হতে চলেছে ১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে। এদিকে সেই পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে ২৫ এপ্রিল।
আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য সুখবর, একলাফে ১৫% বাড়ানো হল ডিআর, মিলবে ৭ মাসের বকেয়া
এই নিয়ে এনটিএ-র ডিরেক্টর জেনারেল বলেন, 'ক্রমাগত আরও উন্নতি কীভাবে করা যায়স সেদিকেই আমাদের নজর রয়েছে। এদিকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যাধুনিক উপায়ে হওয়ায় অন্যান্য দিকে নজর দিতে পারছি। পরীক্ষায় সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রস্তুতি আরও জোরদার করতে পারছি। পরীক্ষা শুরুর আগে হলে ঢোকার সময় তো পরীক্ষার্থীর বায়োমেট্রিক পরীক্ষা করা হবে এবং শরীর হাতড়ে দেখা হবে। পরে টয়লেট ব্রেকের পরেও পরীক্ষার্থীর বায়োমেট্রিক পরীক্ষা হবে এবং আবারও তাদের শরীর হাতড়ে চেক করা হবে। শুধু পরীক্ষার্থী নয়, পরীক্ষক এবং অন্যান্য আধিকারিকদেরও বায়োমেট্রিক পরীক্ষা হবে এবং তাঁদের হাতড়ে দেখা হবে।'
আরও পড়ুন: তৈরি CAA-র ধারা, কার্যকর হবে লোকসভা ভোটের আগে, অনলাইনে করা যাবে আবেদন
উল্লেখ্য, জেইই মেন-এ দু'টি পেপার থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এনআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি, কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে বি.ই এবং বিটেক কোর্সে ভরতির জন্য প্রথম পেপারের পরীক্ষা নেওয়া হয়। আইআইটিতে ভরতির জন্য অবশ্য জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় পাশ করতে হয়। জেইই মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই পরীক্ষায় বসতে পারেন পরীক্ষার্থীরা। আর B.Arch এবং B.Planning কোর্সে ভরতির জন্য দ্বিতীয় পেপারের পরীক্ষা নেয় এনটিএ।