বাংলা নিউজ > কর্মখালি > JEE Main Result 2021: গভীর রাতে প্রকাশিত ফল, কীভাবে জানবেন জয়েন্টের রেজাল্ট?

JEE Main Result 2021: গভীর রাতে প্রকাশিত ফল, কীভাবে জানবেন জয়েন্টের রেজাল্ট?

প্রকাশিত হবে জেইই (মেন) পরীক্ষার ফল (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অন্ধ্রপ্রদেশের। সেই রাজ্য থেকে ৪ জন প্রথম স্থানে রয়েছেন।

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্র্যান্স মেনস পরীক্ষার চতুর্থ সেশনের ফল। ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থানে রয়েছেন ১৮ জন। ১০০ পার্সেন্টাইল স্কোর করেছেন ৪৪ জন পরীক্ষার্থী। jeemain.nta.nic.in এবং nta.ac.in - ওয়েবসাইটে এই ফল দেখা যাবে। এছাড়া ডিজিলকারেও পরীক্ষার ফল দেখা যাবে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত বিবৃতি অনুযায়ী প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অন্ধ্রপ্রদেশের। সেই রাজ্য থেকে ৪ জন প্রথম স্থানে রয়েছেন। তাছাড়া তেলাঙ্গানা থেকেও দুই জন প্রথম স্থানে রয়েছেন। তাছাড়া উত্তরপ্রদেশ এভং রাজস্থানের দুইজন করে পরীক্ষার্থী প্রথম স্থানে রয়েছেন। এছাড়া পঞ্জাব, বিহার, চণ্ডীগড়, মহারাষ্ট্রের একজন করে প্রার্থী শীর্ষ স্থানে দখল করেছেন।

উল্লেখ্য, জেইই মেন ২০২১-এর পরীক্ষার চতুর্থ সেশনটি ৩৩৪টি শহরে হয়েছিল গত ২৬, ২৭, ৩১ অগস্ট এবং ১ ও ২ সেপ্টেম্বরে। জেইই মেন পরীক্ষার প্রথম আড়াই লক্ষ পরীক্ষার্থ জেইই অ্যাডভান্সের জন্য সুযোগ পাবেন।

ফল দেখার উপায়:

১) প্রথমে jeemain.nta.nic.in - ওয়েবসাইটে যান

২) ডিস্প্লেতে দেখতে পাবেন রেজাল্টের লিঙ্ক, তাতে ক্লিক করুন।

৩) লগ ইনের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করুন।

ডিজিলকারে ফল দেখার পদ্ধতি:

১) ডিজিলকার লিঙ্কে ক্লিক করে আধার অনুযায়ী নিজের নাম, জন্মের তারিখ, মোবাইল নম্বর দিন।

২) একটি ৬ ডিজিটের সিকিউরিটি পিন সেট করে নিজের ই-মেল আইডি দিন।

৩) এরপর আধার নম্বর যোগ করুন।

৪) তথ্য 'সাবমিট' করে একটি ইউজারনেম বেছে নিন।

৫) এরপর ডিজিলকার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে অ্যাপ্লিকেশন নম্বর জমা দিয়ে সেখানে ফল দেখুন।

বন্ধ করুন