অল্প কিছু শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস।
কোন কোন পদে নিয়োগ হবে?
কিউরেটর ‘বি’ (কম্পিউটার সাইন্স, ইলেকট্রনিক ও মেকানিক্যাল)(৪টি অসংরক্ষিত, ১টি সংরক্ষিত), অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার(১টি অসংরক্ষিত), সেকশন অফিসার(২টি অসংরক্ষিত) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান পদে(১টি অসংরক্ষিত) নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
কিউরেটর ‘বি’: প্রথম বিভাগে M.Sc/ প্রথম বিভাগে B.E/B.Tech সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা/ MS/ M.Tech সহ B.Tech। / সাইন্স কমিউনিকেশনে (পোস্ট M.Sc./ B.E./B.Tech. কোর্স) অথবা M.Tech/M.E/M.S(Engg.)/Ph.D (Science) / Ph.D (Engg)।
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম বিভাগে স্নাতক বা সমতুল্য সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।
সেকশন অফিসার : যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি। সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন এবং ফাইনান্স যুক্ত সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা।
অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-ওয়ান : স্নাতক পাশ।
বয়সসীমা:
প্রথম দুটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বাকি পদগুলির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর বয়স।
আবেদন পদ্ধতি –
ক্লিক করুন এই লিঙ্কে: https://ncsm.gov.in/advertisement-for-uploading-in-the-website/
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৫.০৩.২০২২ (শুক্রবার)-এর মধ্যে আবেদন করতে হবে।