JSW New Kolkata Office: কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা Updated: 08 Sep 2024, 04:14 PM IST Satyen Pal কলকাতার নিউ টাউনে নতুন অফিস খুলল জেএসডব্লিউ। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? 1/4এবার কলকাতার নিউটাউনে JSW Tower । আর সেই জেএসডব্লিউ টাওয়ারের সূত্রের খবর, আইএনআই ডিজাইন স্টুডিও এই ডিজাইন তৈরি করেছে। এটাই হবে জিএসডব্লিউর কলকাতার নতুন কর্পোরেট অফিস। কেবলমাত্র ঝা চকচকে বলে কম বলা হয়। অপূর্ব সুন্দর দেখতে এই অফিস। ছবি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত (REUTERS) 2/4 এই অফিসটির আয়তন ১,৯৩,৭৫০ বর্গফুট। প্রায় ৬.৫ একর জায়গার উপর গড়ে উঠেছে এই অফিস। নিউটাউনের আকাঙ্খা মোড়ে তৈরি হয়েছে এই অফিস।এই অফিসে একই ছাদের তলায় নানা ধরনের বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেএসডব্লিউ বিজনেসের কার্যক্রম থাকছে। তেমনি অফিসের কর্মীদের মনোরঞ্জনের ব্যবস্থা থাকছে। এখানে মিউজিয়ামের ব্যবস্থাও থাকছে। সব মিলিয়ে সর্বাঙ্গসুন্দর করে গড়ে তোলা হয়েছে এই অফিস। ছবি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত (REUTERS) 3/4আসলে বাংলার বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের ক্ষেত্রে জেএসডব্লিউ নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। তারই অঙ্গ হিসাবে তৈরি হচ্ছে এই অফিস। বিরাট আকৃতি। অপূর্ব সুন্দর দেখতে এই অফিস। REUTERS/Danish Siddiqui/File Photo (REUTERS) 4/4 গত বছর নভেম্বর মাসে জানা গিয়েছিল, আদানিকে টপকে কর্ণাটকের কেনি বন্দরের পরিকাঠামো উন্নয়নের টেন্ডার জিতে নিয়েছিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। প্রায় ৪১১৯ কোটি টাকার টেন্ডার পেয়েছে এই সংস্থা। ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক পোর্ট কোম্পানি এই JSW Infrastructure।গৌতম আদানি পরিচালিত আদানি গ্রুপকে বলে বলে গোল দিল জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। কংগ্রেস শাসিত কর্ণাটকে টেন্ডার জিততে পারল না আদানি গোষ্ঠী। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।এবার বাংলায় তৈরি হল বিরাট অফিস। ছবি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত (REUTERS) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি