বেসরকারি সংস্থার গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' পদে কন্নড় ভাষীদের নিয়োগ বাধ্যতামূলক করার বিলের খসড়া তৈরি করেও বিতর্কের আবহে তা স্থগিত করা হয়েছে। এই আবহে মুখ খুলেছেন কর্ণাটকের আইটি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে মুখ খুললেন বিতর্কিত বিল নিয়ে। এই বিষয়ে তাঁর স্পষ্ট বার্তা, বেশিরভাগ কন্নড় ভাষীরা যাতে বেসরকারি খাতে চাকরি পান, তা নিশ্চিত করবে এই সরকার। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়ঙ্ক দাবি করেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে এই আইন নিয়ে আলোচনা করবে সরকার। তবে তিনি এই নিয়ে আতঙ্কিত হতে বারণ করেছেন। তাঁর কথায়, 'কর্ণাটক সবসময়ই প্রগতিশীল ছিল এবং প্রগতিশীলই থাকবে।' (আরও পড়ুন: বেসরকারি হাতে উঠবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? রেল বোর্ডের পরিদর্শন ঘিরে জল্পনা)
আরও পড়ুন: লোকালযাত্রীদের জন্যে সুখবর, এই রুটে চালানো হবে অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন
এদিকে বিলের খসড়া তৈরির আগে কেন ব্যবসায়িক মহলের সঙ্গে এই নিয়ে আলোচনা হল না? এই প্রশ্নের জবাবে খাড়গে বলেন, 'এই নিয়ে শ্রম দফতর শুধু খসড়া তৈরি করেছে। কোনও বিধি এখনও তৈরি হয়নি। এই নিয়ে শ্রম দফতর অন্যান্য অনেক দফতরের সঙ্গেও এখনও আলোচনা করেনি। আমার দফতরের সঙ্গেও আলোচনা বাকি আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গেও আলোচনা হবে। যখন আলোচনা হবে, তখন এই নিয়ে বিভিন্ন পরামর্শ জমা পড়বে। যদি ইন্ডাস্ট্রি মনে করে এই নিয়মে তাদের ক্ষতি হবে, তাহলে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। বিলে সংশোধন আনা হবে। সেটা নিয়ে কোনও সমস্যা হবে না।'
এদিকে খাড়গে দাবি করেন, আইটি ইন্ডাস্ট্রির লোকেরা সোশ্যাল মিডিয়ায় এই বিল নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানালেও বিলের খসড়া তৈরির সময় সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন তারা। তবে পরবর্তীতেও এই সব ইন্ডাস্ট্রির আধিকারিক এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান খাড়গে। এদিকে এর আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিয়ে '১০০ শতংশ কোটা' পোস্ট করে তা ডিলিট করে দিয়েছিলেন। এদিকে কর্ণাটকের আরেক মন্ত্রী এমবি পাতিল দাবি করেছেন, এই বিল নিয়ে আরও আলোচনা প্রয়োজন। এই আবহে সরকার কি এই বিল নিয়ে দ্বিধাগ্রস্ত? এই প্রশ্নের জবাবে খাড়গে বলেন, 'আমি আবারও বলছি, এই বিলের খসড়া তৈ হয়েছে মাত্র। বিধি তৈরির সময় সব পক্ষের সঙ্গে আলোচনা করা হবে।' এদিকে এই ধরনেরই একটি বিল এর আগে হরিয়ানায় আনা হয়েছিল, তা হাই কোর্ট 'অসাংবিধানিক' আখ্যা দিয়ে বাতিল করেছিল। এই নিয়ে প্রশ্ন করা হলে খাড়গে বলেন, 'আমরা বিষয়টি নিয়ে অবগত। তবে আমরা চাই না কেউ আদালতে যাক। আমরা চাই না বিনিয়োগ বন্ধ হোক। তাই আমরা সব আলোচনা করেই চূড়ান্ত পদক্ষেপ করব।'