বাংলা নিউজ > কর্মখালি > Kolkata Metro Timings on Sunday: WBCS প্রিলি পরীক্ষা দেবেন? রবিবার আরও সকাল থেকে চালানো হবে মেট্রো, দেখুন সময়

Kolkata Metro Timings on Sunday: WBCS প্রিলি পরীক্ষা দেবেন? রবিবার আরও সকাল থেকে চালানো হবে মেট্রো, দেখুন সময়

WBCS Preli Exam 2022: WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন বাড়তি মেট্রো চালানা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Metro Railway, Kolkata)

Kolkata Metro Timings on Sunday: আগামিকাল (রবিবার, ২০ জুন) হতে চলেছে WBCS প্রিলিমিনারি পরীক্ষা। বেলা ১২ টা থেকে দুপুর দুটো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার জন্য বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কখন প্রথম মেট্রো চলবে, তা দেখে নিন।

আগামিকাল WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন বাড়তি মেট্রো চালানা হবে। এমনিতে রবিবার সকাল ন'টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। আগামিকাল (রবিবার) সকাল আটটা ৩০ মিনিট থেকে মেট্রো চলবে। ১৩০ টি মেট্রোর পরিবর্তে ১৩৪ টি মেট্রো চালানো হবে।

WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন (১৯ জুন) প্রথম মেট্রোর সময়

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
  • দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।
  • দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা ৩০ মিনিট (সকাল ৯ টা'র পরিবর্তে)।

WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন (১৯ জুন) শেষ মেট্রোর সময়

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৭ মিনিট।
  • কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট। 
  • দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ৪০ মিনিট। 
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ৯ টা ২৮ মিনিট।

WBCS প্রিলিমিনারি পরীক্ষার দিন কী কী নথি নিয়ে যেতে হবে?

১) WBCS চাকরিপ্রার্থীদের দুটি একইরকম স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে।

২) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার শংসাপত্র/পাসপোর্ট বা প্যান কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে প্রার্থীদের।

৩) প্রার্থীদের বাধ্যতামূলকভাবে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। যা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে।

আরও পড়ুন: WBCS Preli Exam 2022: এইসব নথি না নিয়ে গেলে দেওয়া যাবে না পরীক্ষা, আপনি নিচ্ছেন?

WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা:

১) পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। সকাল ১১ টা ৫০ মিনিটের পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২) পরীক্ষার্থীদের কালো বল পয়েন্ট পেন দিয়ে উত্তর দিতে হবে।

৩) পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। নাহলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সঙ্গে মেনে চলতে হবে যাবতীয় করোনাভাইরাস বিধি।

বন্ধ করুন