বাংলা নিউজ > কর্মখালি > Kolkata Port Trust Jobs: ইন্টারভিউ দিয়েই কলকাতা পোর্ট ট্রাস্টে একাধিক পদে চাকরির সুযোগ, দেখুন বিস্তারিত

Kolkata Port Trust Jobs: ইন্টারভিউ দিয়েই কলকাতা পোর্ট ট্রাস্টে একাধিক পদে চাকরির সুযোগ, দেখুন বিস্তারিত

ইন্টারভিউ দিয়েই কলকাতা পোর্ট ট্রাস্টে একাধিক পদে চাকরির সুযোগ (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

দেখে নিন বয়সসীমা, যোগ্যতামান, বেতন-সহ যাবতীয় তথ্য।

নিজেদের সেন্টেনারি হাসপাতালে তিনটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পোর্ট ট্রাস্ট। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনটি পদে নিয়োগ করা হবে।

পদ 

১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পদ সংখ্যা ৩, চুক্তিভিত্তিক নিয়োগ)।

২) রেডিয়োগ্রাফার (পদ সংখ্যা ১, চুক্তিভিত্তিক নিয়োগ)।

৩) পুরুষ ইসিজি টেকনিশিয়ান (পদ সংখ্যা ১, চুক্তিভিত্তিক নিয়োগ)।

বয়স 

জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪৫ (১ অগস্ট, ২০২০ সাল অনুযায়ী)। এক্স-সার্ভিসম্যানদের ক্ষেত্রে সেই সীমা ৫০ বছর।

যোগ্যতা

১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : 'ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি' বা কোনও বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি বা কাউন্সিল থেকে ইন্টার্নশিপ-সহ কমপক্ষে দু'বছরের ডিএমএলটি (টেক) করতে হবে প্রার্থীদের। নামী কোনও ল্যাবরেটরি বা হাসপাতালে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি সংক্রান্ত যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন

২) রেডিয়োগ্রাফার : প্রার্থীদের কমপক্ষে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। 'ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি' বা কোনও বিশ্ববিদ্যালয় বা ফ্যাকাল্টি বা কাউন্সিল থেকে ইন্টার্নশিপ। নামী কোনও ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা।

৩) পুরুষ ইসিজি টেকনিশিয়ান : ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। 'ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল কাউন্সিল' অনুমোদিত ইসিজি টেকনিশিয়ানের এর বছরের ডিপ্লোমা কোর্স। নামী কোনও ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন 

তিনটি পদেই মাসিক বেতন ১৭,৪৯৮ টাকা। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি হবে। তারপর তা বাতিল হয়ে যাবে। চুক্তি শেষে আবারও নয়া চুক্তি করতে পারে কলকাতা পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ।

ইন্টারভিউয়ের সূচি 

১) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট : আগামী ২৫ এবং ২৬ অগস্ট সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত।

২) রেডিয়োগ্রাফার ও পুরুষ ইসিজি টেকনিশিয়ান : আগামী ২৫ এবং ২৬ অগস্ট দুপুর ২ টো থেকে বিকাল পাঁচটা পর্যন্ত।

বন্ধ করুন