ল্যাব টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ল্যাব টেকনিশিয়ান।
বিভাগ: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর।
মোট শূন্য পদ: ৪।
চাকরির স্থান: কলকাতা।
যোগ্যতা: মেডিক্যাল ল্যাবরেটরিতে স্নাতক (BMLT) বা ডিপ্লোমা (DMLT)।
বয়সসীমা: ০১/০১/২০২১ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বাধিক ৬০ হতে হবে।
বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: লিখিত ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য থাকছে ৩০ নম্বর।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন গ্রহণের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, ২০২১, বিকেল ৪ টে (আবেদনপত্র জমা দেওয়ার সময়)।
পরীক্ষার দিন : ২ মার্চ, ২০২১।
ইন্টারভিউয়ের দিন: ৫ মার্চ, ২০২১।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের দিন: লিখিত পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আবেদনের পদ্ধতি:
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর কলকাতা মেডিক্যাল কলেজ, ৮৮ কলেজ স্ট্রিট, কলকাতা - ৭০০০৭৩ এই ঠিকানায় গিয়ে প্রিন্সিপালের চেম্বারের কাছে ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে।