বাংলা নিউজ > কর্মখালি > LIC-তে Insurance Adviser পদে নিয়োগ, জানুন আবেদনের নিয়মাবলী

LIC-তে Insurance Adviser পদে নিয়োগ, জানুন আবেদনের নিয়মাবলী

আগ্রহী প্রার্থীরা LIC-র আফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ অগস্ট ২০২০।

বিমা উপদেষ্টা (Insurance Adviser) পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করছে লাইফ ইন্সিওরেন্স করপোরেশন (LIC)। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ অগস্ট ২০২০।

শূন্য পদের সংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ বা স্বীকৃত কোনও বোর্ড/বিশ্ব বিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে সমতুল্য পাশ।

বয়সসীমা:

২৪ মে ২০২০ তারিখ অনুসারে প্রার্থীর নূন্যতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুসারে SC/ ST /OBC/PWD/ PH প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।

প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

বেতনক্রম: মাসে ২০,০০০ টাকা।

কী ভাবে আবেদন করবেন: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা LIC-র আফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বিস্তারিত জানতে প্রার্থীরা LIC-র অফিশিয়াল ওয়েবসাইট www.licindia.in এ চোখ রাখুন।

বন্ধ করুন