ফোকাসটা শুধুমাত্র বোর্ড পরীক্ষার উপরে ছিল না। নিজের পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) দিল্লি বা বম্বেতে পড়ার জন্য মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শেষ দু'তিন মাসে পুরোপুরি বোর্ড পরীক্ষার জন্য পড়াশোনার উপর মনোনিবেশ করেছিলেন। সেই পরিস্থিতিতে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে যাবেন, সেটা ভাবতেও পারেননি ডিপিএস (দিল্লি পাবলিক স্কুল) রুবি পার্কের ছাত্রী সাগরিকা সিনহা। তিনি জানালেন, সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৬-৯৭ শতাংশ নম্বর পাবেন বলে ভেবেছিলেন। কিন্তু সেই নম্বরটা যে ৪৯৪-তে পৌঁছে যাবে, তা কল্পনাও করতে পারেননি সাগরিকা।
বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়ে কী বললেন সাগরিকা?
শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পরীক্ষার উপরে ফোকাসটা না থাকলেও জয়েন্টের জন্য যে প্রস্তুতি নিয়েছিলেন, সেটাই সাগরিকাকে বোর্ড পরীক্ষার জন্য তৈরি করে দিয়েছিল। তিনি বলেন, ‘(৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে) খুব ভালো লাগছে। কিন্তু আমি আশা করিনি যে এতটা ভালো রেজাল্ট হবে। কারণ আমি বোর্ড পরীক্ষার জন্য সেরকমভাবে আলাদা করে কোনও প্রস্তুতি নিচ্ছি। জয়েন্ট প্রবেশিকার (জেইই) জন্যই আমি মূলত প্রস্তুতি নিচ্ছিলাম।’
আইআইটিতে ভরতির জেইই (অ্যাডভান্সড) পরীক্ষার জন্য প্রস্তুতির ফাঁকেই ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে সাগরিকা বলেন, 'জানুয়ারি মাসে জেইই-মেনস দেওয়ার পরে পুরোপুুরি বোর্ডের জন্য পড়েছিলাম। শেষ দু'তিন মাসেই বোর্ড পরীক্ষার জন্য আলাদা করে ইংরেজি এবং কম্পিউটার সায়েন্স পড়েছিলাম। আমি আশা করেছিলাম যে ৯৬-৯৭ শতাংশ নম্বর পাব। কিন্তু এতটা ভালো নম্বর আশা করিনি।'
কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন সাগরিকা?
সাগরিকা জানান, সর্বোচ্চ ১০০ নম্বর পেয়েছেন কেমিস্ট্রি। অঙ্ক এবং ফিজিক্সে পেয়েছেন ৯৯ নম্বর। ইংরেজিতে ৯৮ নম্বর পেয়েছেন। আর যে কম্পিউটার সায়েন্স নিয়ে তিনি আইআইটিতে পড়তে চান, তাতেও ৯৮ নম্বর পেয়েছেন ডিপিএস রুবি পার্কের ছাত্রী। সবমিলিয়ে ৫০০-র মধ্যে ৪৯৪ নম্বর পেয়েছেন।
বোর্ড পরীক্ষা বা জয়েন্টের পড়াশোনার ফাঁকে কী করতেন?
সাগরিকা জানান, যে কোনও গল্পের বই পড়তে ভালোবাসেন। গল্পের বই বা যে কোনও ধরনের বই পড়তে খুব ভালোবাসেন বলে জানিয়েছেন সাগরিকা। ভালোবাসেন রাসকিন বন্ড, জেকে রাউলিং, সুধামূর্তিদের লেখা বই পড়তে। ডিপিএস রুবি পার্কের ছাত্রী বলেন, ‘খুব বই পড়তে ভালোবাসি আমি। যা ফাঁকা সময় পেতাম, সেইসময় আমি বই পড়তাম। এমনি গল্পের বই পড়তাম বা যে কোনও অন্য লেখালেখি পড়তাম। আমি পড়তে খুব ভালোবাসি। পরীক্ষার আগেও এরকম বই পড়তাম।’
২০২৫ সালের বোর্ড পরীক্ষার্থীদের টিপস
সাগরিকা বলেছেন, ‘কঠোর পরিশ্রম কর। কিন্তু রেজাল্ট কী হবে, সেটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে ফেল না। রেজাল্ট নিয়ে অত ভাবতে হবে না। ভালোভাবে পড়াশোনা করলে এবং লিখলে ভালো রেজাল্ট হবে।’