আজ ছিল মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আজ ভূগোল পরীক্ষা হয়ে গেল। এমনিতে ভূগোল পরীক্ষাটিকে ভালো নম্বর তোলার জায়গা বলেই মনে করা হয়। অঙ্কের পরেই সবচেয়ে বেশি নম্বর এই বিষয়টি থেকেই উঠতে পারে বলে মনে করেন অনেকে। কিন্তু এবারের ভূগোল প্রশ্ন কেমন হল? এবারেও কি ভালো নম্বর উঠতে পারে এই প্রশ্নপত্রে? কী বলছেন শিক্ষকরা?
ভূগোল পরীক্ষার শেষ হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ভূগোলের শিক্ষকদের সঙ্গে। কী বলছেন তাঁরা? কী বলছেন এবারের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে? জেনে নেওয়া যাক।
শিক্ষকদের রিভিউ
হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল নিশ্চিন্তপুর আর.ডি হাই স্কুলের ভূগোলের শিক্ষক রাজু হালদারের সঙ্গে। ভূগোলের প্রশ্নপত্র কেমন হয়েছে, সে বিষয়ে তিনি জানান, এবছরের প্রশ্নপত্র খুব ভালো হয়েছে। সাজেশনের সঙ্গে একদম মিলি গিয়েছে। তাঁর কথায়, ‘বায়ুমণ্ডল থেকে সাধারণত বেশি নাম্বার আসে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এটি পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয়েছে। আর কৃষি-শিল্প— এগুলি থেকে ধরা বাধা প্রশ্ন আসে। নদী-বায়ু-হিমবাহের কার্য থেকে একটা আসে। এবারেও ঠিক তাই এসেছে। এখানেও কোনও ব্যতিক্রম হয়নি।’ তাঁর মতে, মাধ্যমিকে যে যে অধ্যায় থেকে যে ধরনের অবজেকটিভ বা দু’নম্বর, তিন নম্বর ও ৫ নম্বরের প্রশ্ন আসার কথা— সে ভাবেই প্রশ্নগুলো এসেছে। এটি পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক হয়েছে বলে মনে করছেন তিনি।
চৌরঙ্গি হাইস্কুলের শিক্ষক ঋত্বিকা দত্তের মতেও, প্রশ্ন খুব ভালো হয়েছে। তাঁর কথায়, ‘এবারের প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। এমসিকিউ বিভাগের প্রশ্নগুলিও বেশ সহজ হয়েছে। ফলে পরীক্ষার্থীরা ভালোই নম্বর তুলতে পারবে।’
নম্বর কেমন উঠতে পারে
শিক্ষক রাজু হালদারের কথায়, ‘প্রশ্ন খুব সহজ হয়েছে। ফলে ভালো নম্বর উঠবে বলেই মনে হচ্ছে। ৯৯ থেকে ১০০-র মধ্যে সর্বোচ্চ নম্বর থাকতে পারে।’ তাঁর কথায়, এবারের প্রশ্নপত্র যা হয়েছে, সেটি সর্বস্তরের শিক্ষার্থীদের দিকে তাকিয়েই করা হয়েছে। যারা একটুও ভালো করে পড়াশোনা করেছে, অবশ্যই লেটার মার্কস পাবে। আর তথাকথিত ভালো স্টুডেন্ট যারা, তারা নিরানব্বই থেকে ১০০ পেতে পারে।’
শিক্ষক ঋত্বিকা দত্তের মতে, এই প্রশ্নপত্রে নম্বর তোলা বেশ সহজ। যে সব পড়ুয়ারা খুব একটা মন দিয়েও ভূগোল পড়েনি, মোটামুটি ঠিকঠাক করলেও তারা ৬০-৬৫ নম্বর পেয়ে যাবেই। আর ভালো ছাত্রছাত্রীরা তো অনেক ভালো নম্বর পেতে পারে।
ম্যাপ পয়েন্টিংয়ে কী কী এসেছিল?
মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন জায়গা আসবে, তা নিয়ে অনেক আগে থেকেই পড়ুয়াদের মধ্যে চর্চা শুরু হয়ে যায়। অনেকেই আবার টেনশেন থাকে এটি নিয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের রেখা মানচিত্রে ১০টি স্থান চিহ্নিত করতে বলা হয়েছিল। ম্যাপ পয়েন্টিংয়ে কোন কোন জায়গা দেখাতে বলা হয়েছিল, তা দেখে নেওয়া যাক।
- মেঘালয় মালভূমি
- মালাবার উপকূল
- নর্মদা নদী
- শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল
- একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল
- ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র
- পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল
- উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র
- পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর
- বেঙ্গালুরু
পড়ুয়ারা কী বলছে
দক্ষিণ কলকাতার এক নামকরা বেসরকারি স্কুলের ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমকে জানায়, তার পরীক্ষা বেশ ভালো হয়েছে। মুখে হাসি নিয়ে সেই ছাত্রীর জবাব, প্রশ্ন মোটামুটি সাজেশন ধরেই এসেছে, কোনও সমস্যা পড়তে হয়নি। অন্য আর এখক ছাত্র বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছে, সে এবং তার সহপাঠীদের অনেকেই আশা করছে, এবারের ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পাবে। স্কুলে মাস্টারমশাই এবং দিদিমণিরা যে ধরনের বিষয়গুলিতে জোর দিয়েছিলেন, সেই বিভাগগুলি থেকেই প্রশ্ন এসেছে বলে জানিয়েছে সে।