বাংলা নিউজ > কর্মখালি > Frontline Jobs in FY 22: ২০২২-এ তৈরি হয়েছে ৮০ লাখ ফ্রন্টলাইন চাকরি! কর্মসংস্থানের নিরিখে এগিয়ে কোন রাজ্য?

Frontline Jobs in FY 22: ২০২২-এ তৈরি হয়েছে ৮০ লাখ ফ্রন্টলাইন চাকরি! কর্মসংস্থানের নিরিখে এগিয়ে কোন রাজ্য?

২০২২ আর্থিক বছরে ৮০ লাখেরও বেশি ফ্রন্টলাইন চাকরি ত... more

২০২২ আর্থিক বছরে ৮০ লাখেরও বেশি ফ্রন্টলাইন চাকরি তৈরি করা হয়েছে দেশে। এই সময়কালে ডেলিভারি পরিষেবা এবং খুচরো খাতে কর্মসংস্থান বেড়েছে দ্রুত হারে। এই সব ফ্রন্টলাইন ক্ষেত্রে কর্মীদের ক্রমবর্ধমান চাহিদার ফলে কর্মসংস্থানের গ্রাফে এই লাফ। এমনই দাবি করা হয়েছে বেটারপ্লেসের ফ্রন্টলাইন ইনডেক্স রিপোর্টে।