আগামী ২১ ও ২২ ডিসেম্বর 'ম্যানেজমেন্ট ডক্টোরাল রিসার্চ কলোকিয়াম'-র আয়োজন করেছে এনআইটি দুর্গাপুর। আর সেজন্য রেজিস্ট্রেশন করার শেষ তারিখ আজ। এনআইটি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি) দুর্গাপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে আজ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তারপর ২১ এবং ২২ ডিসেম্বর কনফারেন্স হবে। জমা পড়া পেপারের মধ্যে যেগুলিকে বাছাই করে নেওয়া হবে, সেগুলির প্রেজেন্টেশন হবে কনফারেন্সে। সঙ্গে ‘সেরা পেপার অ্যাওয়ার্ড’-র জন্য বিবেচনা করা হবে বলে এনআইটি দুর্গাপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
আর সেই কনফারেন্সে রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে। এনআইটি দুর্গাপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নেফট বা আইএমপিএস বা ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে। রেজিস্ট্রেশন ফিয়ের মধ্যে কনফারেন্স কিট, মধ্যাহ্নভোজ এবং চা ধরা আছে বলে এনআইটি দুর্গাপুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন ফি হিসেবে কাদের কত টাকা দিতে হবে?
১) রিসার্চ স্কলার: ২,০০০ টাকা।
২) অ্যাকাডেমিশিয়ান: ৩,০০০ টাকা।
৩) কর্পোরেট বা ইন্ডাস্ট্রি: ৪,০০০ টাকা।
রেজিস্ট্রেশন ফি দিতে হবে কীভাবে?
১) অ্যাকাউন্ট নম্বর: 37850318679
২) আইএফএসসি কোড: SBIN0002108
৩) ব্যাঙ্কের শাখার নাম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এনআইটি ক্যাম্পাস।