MBBS in Hindi: মধ্যপ্রদেশের পর উত্তরাখণ্ডই হবে দেশ... more
MBBS in Hindi: মধ্যপ্রদেশের পর উত্তরাখণ্ডই হবে দেশের দ্বিতীয় রাজ্য, যেখানে হিন্দি মাধ্যমে MBBS পড়া যাবে। এটি বাস্তবায়িত করতে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।
1/5ইংরাজির পাশাপাশি হিন্দিতে মেডিকেল কোর্স পড়া যাবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই হিন্দিতে চিকিত্সাবিদ্যা শিক্ষা চালু করবে উত্তরাখণ্ড। শুক্রবার এমনটাই জানান সেই রাজ্যের চিকিত্সাশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত। ফাইল ছবি: গেটি ইমেজেস (Sanjay Sharma)
2/5মধ্যপ্রদেশের পর উত্তরাখণ্ডই হবে দেশের দ্বিতীয় রাজ্য, যেখানে হিন্দি মাধ্যমে MBBS পড়া যাবে। এটি বাস্তবায়িত করতে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjay Sharma)
3/5এই কমিটি মধ্যপ্রদেশের সরকারি কলেজগুলিতে এমবিবিএস-এর হিন্দি পাঠ্যক্রম পর্যবেক্ষণ করবে। তারপর উত্তরাখণ্ডের কলেজগুলির জন্য নতুন পাঠ্যক্রমের খসড়া তৈরি করবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Sanjay Sharma)
4/5উত্তরাখণ্ডে নয়া খসড়া তৈরির পর আগামী সেশন থেকে সরকারি মেডিকেল কলেজে হিন্দিতে এমবিবিএস কোর্স শুরু হবে। বর্তমানে উচ্চশিক্ষায় হিন্দির ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। ফাইল ছবি: এএনআই (Sanjay Sharma)
5/5NEET-এর প্রবেশিকাতেও বাংলার মতো আঞ্চলিক ভাষা যোগ করা হয়েছে। এর ফলে কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন বাংলা মাধ্যমের পড়ুয়ারা। গত ১৬ অক্টোবর মধ্যপ্রদেশে হিন্দিতে MBBS পাঠ্যক্রম প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি: এএনআই (Sanjay Sharma)