মেডিক্যাল পড়া ছেলে দিলে আর জরিমানা দিতে হবে না এই রাজ্যে ও ডেন্টাল কলেজে পড়াশুনা মাঝপথে ছেড়ে দিলে, কোনও শিক্ষার্থীকে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না। স্নাতক, স্নাতকোত্তর এবং সুপারস্পেশালিটি কোর্সে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই নিয়ম কার্যকর করা হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশে এই নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এরই সঙ্গে আরও বলা হয়েছে যে এবার থেকে মেডিক্যাল পড়তে পড়তে হঠাৎ ছেড়ে দিলে শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লক্ষ টাকা জরিমানাও নেওয়া হবে না।
আরও পড়ুন: (9 to 5 Job: ৯-৫টা কাজের দিন শেষ, ভবিষ্যদ্বাণী লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার)
কোন কোন নতুন নিয়ম জারি করা হয়েছে
এতদিন পর্যন্ত, ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার পরে, অনেকেই নিজেদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে পরবর্তী সেশনে অন্যান্য কোর্সে ভর্তি হতেন। কিন্তু এবার থেকে তা আর হবে না। এমন পরিস্থিতিতে এখন এমবিবিএস, এমডি, এমএস, এমসিএইচ, বিডিএস এবং এমডিএস-এর মতো কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার আগে দু'বার ভাবতে হবে। নতুন নিয়মের অধীনে, এখনও পড়ুয়া মাঝপথে পড়া ছাড়েন, তবে তাঁকে ভর্তির জন্য এক বছর অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: (UGC NET Examination Schedule 2024: ২১ অগস্ট থেকে শুরু হবে ইউজিসি নেট, এবার অগ্নিপরীক্ষা দেবে NTA)
এই পড়ুয়াদের চিন্তা নেই
জানা গিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এনএমসি এই নিয়মটি কার্যকর করেছে। আগের শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। আগের সেশনের পড়ুয়ারা এখনও জরিমানা প্রদান করে নিজেদের আসন খালি করতে পারবেন এবং পরবর্তী সেশনে ভর্তির জন্য তাঁকে আটকানোও হবে না।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে মেডিকেল সিট ছাড়ার জন্য ৫ লক্ষ টাকা জরিমানা করার নিয়ম বাতিল করেছে যোগী সরকার। প্রশ্নোত্তর পর্বে সমাজবাদী পার্টির বিধায়ক মান সিং যাদবের এক প্রশ্নের জবাবে, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বৃহস্পতিবার বিধান পরিষদকে আরও জানিয়েছেন যে কোনও চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকদের হয়রানি করা হলে তদন্তও করা হবে।
আসলে, এদিন মান সিং যাদব অভিযোগ করেছেন যে সঞ্জয় গান্ধী পিজিআই-এর ডাঃ অঙ্কুর, ডাঃ প্রিয়াঙ্কা এবং ডাঃ মীনু অমর নামে তিনজন ডাক্তারকে হয়রানি করা হয়েছিল কারণ তাঁরা ছিলেন এসসি এবং ওবিসি বর্ণের। এরই জবাবে উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, যদি কারও সঙ্গে এমন কিছু ঘটে থাকে তা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।