বাংলা নিউজ > কর্মখালি > করোনা সংক্রমণে পড়ুয়াদের স্বাস্থ্য নিরাপত্তার কারণে বাতিল NIOS 2020 পরীক্ষা

করোনা সংক্রমণে পড়ুয়াদের স্বাস্থ্য নিরাপত্তার কারণে বাতিল NIOS 2020 পরীক্ষা

পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে NIOS পরীক্ষা বাতিল ঘোষণা করা হল।

প্রতিষ্ঠানের নির্দিষ্ট কমিটির স্থির করা মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তিতে পরে পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

Covid-19 অতিমারীর কারণে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে NIOS পরীক্ষা বাতিল ঘোষণা করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)। 

শুক্রবার এই ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের নির্দিষ্ট কমিটির স্থির করা মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তিতে পরে পরীক্ষার ফল ঘোষণা করা হবে। 

এ দিন টুইটারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ২০২০ সালের জুলাঊই মাসে আয়োজিত হতে চলা NIOS পরীক্ষা বাতিল ঘোষণা করা হল। NIOS-এর নির্দিষ্ট কমিটি নির্ধারিত প্রক্রিয়ায় পরীক্ষার মূল্যায়ন নিরূপণের পরে ফল ঘোষণা করা হবে।’

বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়া NIOS পরীক্ষা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে, তারা উন্নত ফল করতে চাইলে পরবর্তী পাবলিক/অন ডিমান্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে। তবে পরবর্তী পরীক্ষা কবে হবে তা এই মুহূর্তে জানানো সম্ভব নয় বলে পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং।

বন্ধ করুন