বাংলা নিউজ > কর্মখালি > করোনা আবহে NEET ও JEE পরীক্ষা আয়োজন খতিয়ে দেখতে প্যানেল গড়ল কেন্দ্র

করোনা আবহে NEET ও JEE পরীক্ষা আয়োজন খতিয়ে দেখতে প্যানেল গড়ল কেন্দ্র

প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে বিশেষ প্যানেল গঠন করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

NEET ও  JEE এর মতো প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে বিশেষ প্যানেল গঠন করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে NEET ও  JEE এর মতো প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক প্যানেল গঠন করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ডিজি, এনটিএ এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি বিশেষ প্যানেল দেশের করোনা পরিস্থিতি বিচার করে, পরীক্ষার্থী ও অভিভাবকদের পাঠানো অনুরোধ যাচাই করে NEET ও JEE পরীক্ষা আয়োজনের বিষয়ে তার মতামত জানাবে। তিনি বলেছেন, আগামী শুক্রবার এই বিষয়ে রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় প্যানেল।

এই বিষয়ে নিজস্ব টুইটার হ্যান্ডেলেও এ দিন পোস্ট করেছেন পোখরিয়াল। তিনি জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি যাচাই করে এবং পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অনুরোধ বিবেচনা করে প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা আগামিকালের মধ্যে জানাতে বলা হয়েছে প্যানেলকে।’

এর আগে কোভিড আবহে দেশের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা আয়োজন করা নিয়ে আপত্তি তুলে কেন্দ্রীয় প্রশাসনকে উদ্দেশ্য করে চিঠি লেখেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। 

গত শনিবার উদ্বেগ, আশঙ্কা বা পরীক্ষা বাতিলের দাবি সত্ত্বেও JEE Main 2020 ও NEET 2020 স্থগিত হচ্ছে না বলে টিভি সাক্ষাৎকারে জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি সাফ জানিয়ে দেন, এখনও পর্যন্ত JEE মেন ২০২০ এবং NEET ২০২০ এর দিনক্ষণের কোনও পরিবর্তন হয়নি।

মন্ত্রী জানিয়েছিলেন, ১৮ থেকে ২৩ জুলাই JEE ও ২৬ জুলাই NEET 'কম্পিউটার বেসড মোড' এ পরীক্ষা নেওয়া হবে। 

তবে তখনই অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে কর্তৃপক্ষ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কি না, তা নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে পর্যালোচনা করতে পারে।

বন্ধ করুন