করোনা অতিমারীর কারণে স্থগিত হয়ে গেল সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) ২০২০। বৃহস্পতি পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। CBSE পরিচালিত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৫ জুলাই। পরীক্ষার পরবর্তী তারিখ পরে ঘোষণা করবে বোর্ড।
সরকারি বিজ্ঞপ্তিতে CBSE জানিয়েছে, পরিস্থিতি পরীক্ষা আয়োজনের অনুকূল হলে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। যে সমস্ত পরীক্ষার্থী CTET জুলাই ২০২০ এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন, পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য তাঁদের CTET-র ওয়েবসাইট www.ctet.nic.in এ নিয়মিত চোখ রাখার কথা বলা হয়েছে।
কিছু সংবাদ মাধ্যম জানিয়েছিল ২৪ জুলাই CTET-র অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। কিন্তু CBSE তা প্রকাশ করেনি। পরিবর্তে পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়।
গত সপ্তাহে অবশ্য CBSE CTET-র পুরনো প্রশ্নপত্র প্রকাশ করে। পরীক্ষার্থীরা CTET-র ওয়েবসাইট থেকে সেগুলি ডাউনলোড করতে পারবেন।