বাংলা নিউজ > কর্মখালি > Microsoft lays off 10,000 Employees: ‘প্রয়োজন ছিল’, ১০,০০০ কর্মীকে ছাঁটাই Microsoft-র, অন্যত্র নয়া লোক নেওয়ার আশ্বাস

Microsoft lays off 10,000 Employees: ‘প্রয়োজন ছিল’, ১০,০০০ কর্মীকে ছাঁটাই Microsoft-র, অন্যত্র নয়া লোক নেওয়ার আশ্বাস

১০,০০০ কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

Microsoft lays off 10,000 Employees: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি ছাঁটাইয়ের ধারা অব্যাহত থাকল। ১০,০০০ কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট। বিষয়টি নিয়ে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা বলেন, 'এই সিদ্ধান্তটা কঠিন। কিন্তু এটা প্রয়োজনীয়।'

সত্যি হল আশঙ্কা। ১০,০০০ কর্মীকে ছাঁটাই করল মাইক্রোসফট। তবে তথ্যপ্রযুক্তি জায়েন্টের সিইও সত্য নাদেল্লা আশ্বাস দিয়েছেন, কয়েকটি ক্ষেত্রে ছাঁটাই করা হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রে নয়া লোক নেওয়া হবে। সেইসঙ্গে মাইক্রোসফট ফের ছুটতে শুরু করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

মাইক্রোসফট থেকে যে প্রচুর কর্মীকে ছাঁটাই করা হবে, তা নিয়ে দিনকয়েক ধরেই জল্পনা চলছিল। বুধবার তা সরকারিভাবে জানিয়ে দেয় মাইক্রোসফট। তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জানানো হয়েছে, ছাঁটাইয়ের বিষয়ে ইতিমধ্যে কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। আজ থেকেই ছাঁটাইয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। এবার হার্ডওয়ার পোর্টফোলিয়ো পরিবর্তন চলতে থাকবে এবং লিজ নেওয়া অফিস নিয়ে কাজ চলতে থাকবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

কেন ছাঁটাই করা হচ্ছে কর্মীদের, তা নিয়ে ব্যক্তিগত ইমেলে ব্যাখ্যা দিয়েছেন মাইক্রোসফটের সিইও। তিনি জানান, যে ১০,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তা মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যার পাঁচ শতাংশের কম। কয়েকজনকে আজই ছাঁটাই করা হচ্ছে। তিনি বলেন, 'কয়েকটি ক্ষেত্রে যেমন আমরা লোক ছাঁটাই করছি, তেমনই আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্রে নয়া লোক নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাব।'

আরও পড়ুন: Microsoft Unlimited Time off: ‘যেমন খুশি, তেমন ছুটি নিন!’ কর্মীদের উপহার মাইক্রোসফটের, কোথায় পাবেন?

তারইমধ্যে কর্মীদের তিনটি ‘অগ্রাধিকার’-র বিষয়ও জানিয়েছেন মাইক্রোসফটের সিইও। তিনি বলেছেন, ‘প্রথমত, লাভের সঙ্গে ব্যয় মিলিয়ে দেখব আমরা এবং গ্রাহকদের দাবি খতিয়ে দেখব। আজ আমরা কয়েকটি পরিবর্তন করতে চলেছি। তার জেরে FY23-র তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে আমাদের মোট কর্মী সংখ্যা ১০,০০০ কমে দাঁড়াবে।' সঙ্গে তিনি বলেন, 'আমরা জানি, যে মানুষরা প্রভাবিত হচ্ছেন, তাঁদের জন্য এটা চ্যালেঞ্জিং সময়।’

আরও পড়ুন: Unemployed population to increase in 2023: ২০২৩ সালে বিশ্বে বাড়তে পারে বেকার, ২১ কোটির হাতে থাকবে না চাকরি: রিপোর্ট

দ্বিতীয় যে বিষয়টি তুলে ধরেছেন নাদেল্লা, তা হল, ‘আমাদের ভবিষ্যতের জন্য কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ করতে থাকব আমরা। অর্থাৎ সংস্থার লাগাতার উন্নতি ও দীর্ঘকালীন প্রতিযোগিতার ক্ষেত্রে আমার মূলধন ও দক্ষ কর্মীদের সেখানে পাঠানো হচ্ছে।’ সেইসঙ্গে নাদেল্লা বলেছেন, 'মর্যাদা বজায় রেখে আমাদের কর্মীদের সঙ্গে ব্যবহার করতে যাব আমরা এবং স্বচ্ছভাবে কাজ করতে থাকব। এই সিদ্ধান্তটা কঠিন। কিন্তু এটা প্রয়োজনীয়।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন