Microsoft Layoffs: বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যা প্রায় ১,৮০,০০০। শুধু মাইক্রোসফট-ই নয়। মন্দার পরিস্থিতিতে গুগল, মেটা, ওরাকল, টুইটার, এনভিডিয়া, উবার, ওলা মোবিলিটি, ইনটেলের মত তাবড় সংস্থাতেও কর্মী সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।
1/5বিশ্বের অন্যতম বড় সংস্থাতেও মন্দার ভ্রুকূটি। খরচ কমাতে সম্প্রতি আরও ২০০ কর্মী ছাঁটাই করা হয়েছে মাইক্রোসফটে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5গত জুলাই মাস থেকে এই নিয়ে প্রায় ২,০০০ কর্মীকে বসিয়ে দিয়েছে সংস্থা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মীর সংখ্যা প্রায় ১,৮০,০০০। ফাইল ছবি : টুইটার (REUTERS)
4/5শুধু মাইক্রোসফট-ই নয়। মন্দার পরিস্থিতিতে গুগল, মেটা, ওরাকল, টুইটার, এনভিডিয়া, উবার, ওলা মোবিলিটি, ইনটেলের মত তাবড় সংস্থাতেও কর্মী সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজব্য ব্লুমবার্গ) (REUTERS)
5/5আয় কমার জেরে গত তিন মাসে ১০,০০০ কর্মী ছাঁটাই করেছে ই-কমার্স সংস্থা অ্যামাজন। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)