মঙ্গলবার ১৩ জুলাই থেকে শুরু হয়েছে NEET 2021-এর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। এদিন বিকেল ৫টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। NTA NEET-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে।
আগামী ১২ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা হবে। সোমবার পরীক্ষা তারিখ ঘোষণা করেন নতুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
প্রাথমিকভাবে ১ আগস্ট NEET 2021 পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের মোট ১৯৮টি শহরে পরীক্ষাকেন্দ্র রয়েছে। আগের বছর মোট ৩৮৬২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে আরও ফাঁক ফাঁক করে পরীক্ষার্থীদের বসানো হবে। সেই সঙ্গে বাড়ির কাছের কেন্দ্র পাওয়ার অপশনও জরুরি। সেই কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এই বছর একবারই NEET নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। হিন্দি এবং ইংরেজি-সহ মোট ১১টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের কঠোরভাবে করোনা বিধি নিষেধ মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যিক।
আবেদনের লিঙ্ক : https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx
আবেদনের পর কনফার্মেশন পেজটা ডাউনলোড করে রাখবেন। সেটির প্রিন্ট আউটও বের করে রাখতে হবে।