শীঘ্রই প্রকাশিত হবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার (NEET UG) অ্যাডমিট কার্ড। আগামী ১৭ জুলাই (রবিবার) মেডিকেল কোর্সে ভরতির পরীক্ষা হবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীরা সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন।
কীভাবে নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন (NEET 2022 Admit Card)?
১) সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার (NEET UG) অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে যান।
২) NEET Admit Card লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন।
৪) তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে।
NEET UG 2022 পরীক্ষা
দেশের ৫৪৬ টি কেন্দ্রে নিট সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ভারতের বাইরেও ১৪ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কোন প্রার্থীর পরীক্ষা কোথায় পড়েছে, কখন পরীক্ষাকেন্দ্রে পড়েছে, তা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে।
আরও পড়ুন: NEET PG 2022: পিছিয়ে যাচ্ছে না ডাক্তারি প্রবেশিকা, পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে
নিট পরীক্ষার্থীদের মেনে চলতে পোশাকবিধি
সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে চলতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।