আগামিকাল (১২ জুলাই) সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। নিটের অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in থেকে তা ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
কীভাবে নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন (NEET 2022 Admit Card)?
১) সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার (NEET UG) অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-তে যান।
২) NEET Admit Card লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন।
৪) তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে।
এনটিএয়ের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ জুলাই দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত নিট প্রবেশিকা হবে। ভারতের বাইরে ১৪ টি শহর-সহ মোট ৪৯৭ টি শহরে পরীক্ষা নেবে এনটিএ। মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনও সমস্যা হলে প্রার্থীরা 011-40759000-তে ফোন করতে পারবেন। অথবা তাঁদের neet@nta.ac.in-তে ইমেল করতে হবে।
নিট পরীক্ষার্থীদের মেনে চলতে পোশাকবিধি
সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে চলতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।