আজ বিকেল পাঁচটা থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অফ ডেন্টাল সার্জারি (NEET MDS) ২০২১ এর অনলাইন রেজিসট্রেশন শুরু করল ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস (NBE)। NBE-এর অফিশিয়াল ওয়েবসাইট nbe.edu.inএ রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৫ নভেম্বর ২০২০ তারিখ রাত ১১:৫৫ পর্যন্ত NEET MDS ২০২১ এর জন্য আবেদন করতে পারবেন।
NEET MDS ২০২১ এর অ্যাডমিট কার্ড ৯ ডিসেম্বর, ২০২০ তারিখ প্রকাশিত হবে। অ্যাডমিট কার্ড প্রকাশের এক সপ্তাহ পরে অর্থাৎ ১৬ ডিসেম্বর, ২০২০ পরীক্ষা নেওয়া হবে।
NEET MDS ২০২১ এর জন্য আবেদন পদ্ধতি:
• অফিসিয়াল ওয়েবসাইট nbu.edu.in এ যেতে হবে।
• হোমপেজে “NEET MDS 2021" এ ক্লিক করতে হবে।
• NEET MDS 2021 এর জন্য দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে।
* যে সব তথ্য চাওয়া হয়েছে, তা দিতে হবে।
* ফোন নম্বর বা ইমেল এর ঠিকানায় পাঠানো তথ্যের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
• আগে উত্তীর্ণ হওয়া সমস্ত পরীক্ষা, ব্যক্তিগত তথ্য, পছন্দ মতো পরীক্ষাকেন্দ্র ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
• অনলাইনে পরীক্ষার ফি দিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
• আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।