পিছিয়ে যাচ্ছে না সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা (নিট স্নাতকোত্তর)। পরীক্ষা (NEET PG 2022) পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে যে পিটিশন দাখিল করা হয়েছিল, তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, করোনাভাইরাসের ধাক্কায় সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে আদালতের দেওয়া সূচি অবশ্যই মেনে চলতে হবে।
আগামী ২১ মে হতে চলেছে নিট স্নাতকোত্তর। কিন্তু ২০২১ সালের নিট স্নাতকোত্তরের কাউন্সেলিংয়ের সঙ্গেই পরীক্ষা হওয়ার কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশিকা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সূর্য কন্তের বেঞ্চ জানিয়েছে, পরীক্ষা পিছিয়ে দিলে ‘বিশৃঙ্খলা এবং অনিশ্চয়তা’ তৈরি হবে। তা অসংখ্য পরীক্ষার্থীর জীবনে প্রভাব ফেলবে। যাঁরা নিট স্নাতকোত্তরের জন্য নথিভুক্ত হয়েছেন।
আরও পড়ুন: NEET PG Admit Card 2022: কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন? কী নিয়ম থাকছে?
সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, 'দু'রকমের পড়ুয়া আছেন, যাঁরা পরীক্ষা পিছিয়ে দিতে চাইছেন। পরীক্ষা পিছিয়ে দিলে ২০৬,০০০ পরীক্ষার্থীদের একটি বড় অংশই প্রভাবিত হবেন। যাঁরা প্রবেশিকার জন্য প্রস্তুতি সেরেছিলেন। ' সেই পরিস্থিতিতে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, ‘এই আবেদন গ্রহণ করা যাবে না। কারণ সেই (আবেদন গ্রহণ করলে) স্বাস্থ্য পরিষেবা, রোগীদের পরিষেবা প্রদান এবং যে চিকিৎসকরা ইতিমধ্যে নথিভুক্ত করেছেন, তাঁরা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। ’
ইতিমধ্যে NEET-PG 2022 নিয়ে ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন মেডিকেল সায়েন্সের বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশ জারি করা হয়েছে। সেগুলি দেখে নিন -
১) নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। দেরিতে পৌঁছালে কোনওভাবে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
২) পরীক্ষাকেন্দ্রে সচিত্র পরিচয়পত্রের অরিজিনাল কপি এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। সেই নথি না থাকলে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন: NEET PG 2022: লাগাতার বিক্ষোভের মধ্যে ডাক্তারি পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে?
৩) যে সামগ্রীগুলি নিষিদ্ধ করা হয়েছে, সেগুলি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
৪) কোনও প্রার্থী যদি অসুদপায় অবলম্বন করেন, তাহলে তাঁরা শাস্তির মুখে পড়বেন।