1/5 নিট পিজি ২০২৩ এর যোগ্যতা নির্ণায়ক পার্সেন্টাইল ছেঁটে কেটে শূন্য করা হয়েছে। নিট পিজি ২০২৩ এর সব কয়টি ক্যাটেগোরিতেই এই শূন্য পার্সেন্টাইল ন্যূনতম কাট অফ হিসাবে রাখা হয়েছে। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ফলে, মেডিক্যালে স্নাতক সকলেই এবারের কাউন্সেলিং এ বসতে পারবেন। যার দ্বারা তাঁরা সুপার স্পেশালিটি কোর্সে ভর্তি হতে পারবেন।
2/5 উল্লেখ্য, গোটা ভারতে ৭০ হাজার পিজি মেডিক্যাল আসন রয়েছে। এর মধ্যে প্রতি বছর ২ হাজর থেকে ২৫ আসন খালি থাকে প্রতি বছর। কেই সেই কোর্স গ্রহণ না করায়, খালি থেকে যায় আসনগুলি। স্বাস্থ্য মন্ত্রকের এক সরকারি অফিসার সূত্রের খবর, যোগ্যতা নির্ণায়ক পার্সেন্টাইলে কাটছাঁট করা হয়েছে, যাতে কোনও আসন খালি না থাকে, তা নিশ্চিত করতে। তিনি বলছেন, ‘চলতি বছরেও ২ বার কাউন্সেলিংয়ের পরও ফিজোলজি, অ্যানাটমি, বায়েকেমিস্ট্রির বহু আসন ফাঁকা রয়েছে।’
3/5 প্রসঙ্গত, বুধবারই সরকার, এই পার্সেন্টাইলে কাটছাঁটের ঘোষণা করেছে। সরকারের নয়া নির্দেশ অনুযায়ী পিজি কাউন্সেলিংয়ের ৩ নম্বর রাউন্ডের নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে। আর এই কাউন্সেলিংয়ে কাট অফ কাটছাঁটের পর যাঁরা যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও যোগ দিতে পারবেন। জানানো হচ্ছে, যে পড়ুয়ারা আগে থেকে রেজিস্টার করে রয়েছেন, তাঁদের আর নতুন করে রেজিস্টার করতে হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5 এনএমসির তরফে বলা হচ্ছে, এই হঠাৎ করে পার্সেন্টাইলে এতটা কাটছাঁট এককালীন সিদ্ধান্ত। এনএমসির এক অফিসার বলছেন,'বহু নতুন মেডিক্যাল কলেজ আসছে, আর তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা দরকার। ফিজোলজি, অ্যানাটমির মতো প্রি ক্লিনিকাল স্পেশালিটিতে দরকার শিক্ষক শিক্ষিকা। ওই বিষয়ে যাঁরা পড়তে চাইছেন, তাঁদের জন্য পার্সেন্টাইলের এই কাটছাঁট ওই বিষয়গুলিতে ভর্তি হতে সুবিধা এনে দেবে।'
5/5 উল্লেখ্য, কেন্দ্রের এই সিদ্ধান্তে সমর্থন রয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের, সমর্থন রয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের। তবে অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর বিরোধিতার রাস্তা নিয়েছে।