বাংলা নিউজ > কর্মখালি > NEET PG 2023 Exam & Special Counselling: ৫ মার্চ হবে নিট পিজি পরীক্ষা, ৯ জানুয়ারি থেকে ফাঁকা আসন ভরার বিশেষ রাউন্ড

NEET PG 2023 Exam & Special Counselling: ৫ মার্চ হবে নিট পিজি পরীক্ষা, ৯ জানুয়ারি থেকে ফাঁকা আসন ভরার বিশেষ রাউন্ড

ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

স্নাতকোত্তরে শূন্য আসনে ভরতির রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ জানুয়ারি। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে টাকা জমা দিয়ে এই রাউন্ডে অংশ নিতে পারবেন যোগ্য ব্যক্তিরা। 

আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতোকত্তর (NEET PG 2023)। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (NBEMS) এই পরীক্ষা পরিচালন করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, নিট পিজি-র রেজিস্ট্রেশন শুরু হতে পারে জানুয়ার দ্বিতীয় সপ্তাহে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা nbe.edu.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

নিট পিজি পরীক্ষার সময়সূচীর পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও সূচি প্রকাশ করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস। NEET MDS, DNB, FNGE, এবং অন্যান্য একাধিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস আগামী ১ মার্চ NEET MDS পরীক্ষা পরিচালনা করবে। ফেলোশিপ এন্ট্রান্স টেস্ট (FET) অনুষ্ঠিত হবে জানুয়ারিতেই। FNB এক্সিট পরীক্ষা হবে ফেব্রুয়ারি বা মার্চে। আগ্রহী প্রার্থীরা এখন natboard.edu.in-এ সম্পূর্ণ সময়সূচী দেখতে পারেন।

এদিকে স্নাতকোত্তরে শূন্য আসনে ভরতির রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ জানুয়ারি। এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে অংশ নেওয়ার জন্য পড়ুয়াদের ৫০ হাজার টাকা করে ফি জমা দিতে হবে। উল্লেখ্য, বিভিন্ন রাউন্ডে কাউন্সেলিংয়ের পরেও এমডি, এমএস, ডিপ্লোমা, পিজি ডিএনবি-র যে ২২৪৪টি আসন ও এমডিএস-এর ৬২টি আসন খালি রয়েছে। এই আসনগুলিতে ভরতি নিয়ে নির্দেশিকা জারি করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। এই অতিরিক্ত রাউন্ডে অংশগ্রহণের জন্য পড়ুয়াদের ৫০,০০০ টাকা জমা রাখতে হবে, যা তাঁরা পরে ফেরত পেয়ে যাবেন। ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি বিকেল ৪টের মধ্যে এই টাকা জমা দিতে হবে। নিজেদের কলেজ ও কোর্স পছন্দ করা যাবে ৬ থেকে ৮ জানুয়ারি রাত ১১.৫৯-এর মধ্যে। যোগ্য প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে আগামী ৯ জানুয়ারি। ফল প্রকাশ করা হবে ১০ জানুয়ারি। নির্দিষ্ট কলেজে প্রার্থীদের উপস্থিত হতে হবে ১০ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে।

বন্ধ করুন