আগামী ১১ সেপ্টেম্বর স্নাতকোত্তর NEET-এর প্রবেশিকা পরীক্ষা। মঙ্গলবার ঘোষণা করলেন নতুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডবীয়।
পোস্ট গ্র্যাজুয়েড মেডিকেল কোর্সে ভর্তির এই পরীক্ষার কথা ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে এদিন টুইট করেন তিনি।
'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ১১ সেপ্টেম্বর #NEET পোস্টগ্র্যাজুয়েট পরীক্ষার আয়োজন করা হবে। অল্পবয়সী মেডিকেল পরীক্ষার্থীদের আমার শুভেচ্ছা,' জানান স্বাস্থ্যমন্ত্রী।
অন্যদিকে আগামী ১২ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা হবে। সোমবার পরীক্ষা তারিখ ঘোষণা করেন নতুন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ থেকেই শুরু হয়েছে তার রেজিস্ট্রেশন। আগামী ৬ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন সারা যাবে। NTA NEET-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে।
এর আগে ১ অগস্টে এবারের নিট আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়।