বাংলা নিউজ > কর্মখালি > NEET round 2 allotment: প্রকাশিত লেটার, দেখে নিন ডাউনলোডের পদ্ধতি

NEET round 2 allotment: প্রকাশিত লেটার, দেখে নিন ডাউনলোডের পদ্ধতি

নিটের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য চিঠি (অ্যালোটমেন্ট লেটার) প্রকাশিত হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

NEET allotment letter 2020 ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক দেখে নিন।

সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার (NEET, ২০২০) দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য চিঠি (অ্যালোটমেন্ট লেটার) প্রকাশ করল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি। সোমবার কমিটির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয়েছে।

যে প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাঁরা NEET কাউন্সেলিংয়ের চিঠি mcc.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আগামী ৮ ডিসেম্বর নন-রিপোর্টিং ও নন-জয়েনিং আসন রাজ্যের কোটায় স্থানান্তর করা হবে। যা সারা ভারতের কোটার মাত্র ১৫ শতাংশ।

NEET allotment letter 2020 ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক

কীভাবে NEET অ্যালোটমেন্ট লেটার, ২০২০ (NEET allotment letter 2020) ডাউনলোড করবেন?

১) অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in/UGCounselling  তে যান।

২) হোম পেজে ‘Allotment Letter Round 2’ লিঙ্কে ক্লিক করুন।

৩) স্ক্রিনে নতুন পেজ খুলে যাবে।

৪) নির্দিষ্ট নথি জমা করুন।

৫) দ্বিতীয় পর্যায়ের NEET আলোটমেনট চিঠি স্ক্রিনে দেখা যাবে।

৬) চিঠি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখুন।

বন্ধ করুন