শুধু চোখ বন্ধ করে পরিশ্রম নয়। স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী মৃণাল কুট্টেরি। তাই সারাদিন ১০-১২ ঘণ্টা পড়াশোনায় বিশ্বাসী নন তিনি। প্রতিদিন চার-পাঁচ ঘণ্টার পড়াশোনা। আর সঠিক পন্থায় পরিশ্রম। এটাই রহস্য। এমনটাই জানালেন ডাক্তারির প্রবেশিকা NEET-এ দেশে প্রথম স্থানাধিকারী মৃণাল। অন্যতম কঠিন প্রবেশিকায় ৭২০-র মধ্যে ৭২০-ই পেয়েছেন তিনি!
Netflix-এর সমস্ত জনপ্রিয় ওয়েব সিরিজ প্রায় মুখস্থ মৃণালের। দেখতেন অ্যামাজন প্রাইমও। কিন্তু তাই বলে প্রস্তুতিতে কোনও সমস্যা হয়নি বলে জানালেন তিনি।
কিন্তু সকলে যে ১০-১২ ঘণ্টা পড়েন? মৃণাল বললেন, 'প্রত্যেকের আগ্রহ, প্রস্তুতির ধরণ আলাদা। কে কী করছে তাই ভেবে মাথা ঘামালে চলবে না।' মৃণাল জানালেন, বেশি সময় পড়াশোনার চেয়েও, সঠিক পন্থায় পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অল্প সময় পড়লেও সেই সময়ে একাগ্র থাকতেন বলে জানালেন তিনি। পড়তে পড়তে একঘেয়ে লাগলে চার-পাঁচ মিনিটের ব্রেক নিতেন বলে জানিয়েছেন কৃতী ছাত্র।
আপাতত নয়াদিল্লির এইমসে ডাক্তারি পড়ার ইচ্ছা আছে বলে জানিয়েছেন তিনি। তাঁর পরিবারের তিনিই প্রথম ডাক্তারির লাইনে পড়াশোনা করবেন বলে জানালেন মৃণাল। ডাক্তার হওয়াই কি স্বপ্ন ছিল? 'সপ্তম শ্রেণি পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের কথাই ভাবতাম। কিন্তু ধীরে ধীরে মেডিকেল পেশার প্রতি আকর্ষণ বাড়তে থাকল। তাই এই দিকেই মনোনিবেশ করলাম,' জানালেন তিনি।