বাংলা নিউজ > কর্মখালি > NEET UG 2022: পিছিয়ে যাচ্ছে পরীক্ষা? মামলায় বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের

NEET UG 2022: পিছিয়ে যাচ্ছে পরীক্ষা? মামলায় বড় নির্দেশ দিল্লি হাইকোর্টের

নিট (NEET UG 2022) পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

NEET UG 2022: আগামী রবিবার (১৭ জুলাই) ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। সেই পরীক্ষা পিছিয়ে দেওযার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীরা পড়ুয়া হওয়ায় তাঁদের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ থেকে বিরত থাকছে বলে জানিয়েছে হাইকোর্ট।

নিট (NEET UG 2022) পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ হয়ে গেল দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে, আবেদনের কোনও ভিত্তি নেই। কিন্তু মামলাকারীরা পড়ুয়া হওয়ায় তাঁদের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ থেকে বিরত থাকছে হাইকোর্ট।

আগামী রবিবার (১৭ জুলাই) ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা। চার থেকে ছয় সপ্তাহ সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের করেছিলেন কয়েকজন পড়ুয়া। তাঁরা দাবি করেছিলেন, গত জুনের মাঝামাঝি সময় দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতির সময় না দিয়েই নিট, সর্বভারতীয় জয়েন্ট (জেইই) এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভরতির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (CUET) নেওয়া হচ্ছে। ওই তিনটি সর্বভারতীয় পরীক্ষার সূচি অত্যন্ত অগোছালাভাবে তৈরি করা হয়েছে। তার ফলে পড়ুয়াদের উপর তৈরি হয়েছে চূড়ান্ত মানসিক চাপ। ১৬ জন আত্মহত্যা করেছেন।

আরও পড়ুয়া: NEET UG 2022 Dress Code: পরীক্ষার দিন পরা যাবে না এরকম পোশাক

যদিও বৃহস্পতিবার হাইকোর্টে সেই আর্জি ধোপে টেকেনি। বরং শেষমুহূর্তে আদালতের দ্বারস্থ হওয়ায় প্রশ্নের মুখে পড়েন মামলাকারীদের আইনজীবী। বিচারপতি সঞ্জীব নারুলা বলেন, 'এটা যদি অন্য কেউ হত, তাহলে কড়া (জরিমানার) সঙ্গে পিটিশন খারিজ করে দেওয়া হত।' সেইসঙ্গে বিচারপতির হুঁশিয়ারি, ভবিষ্যতে যদি এরকম মামলা দায়ের করা হয়, তাহলে জরিমানা ধার্য করা থেকে বিরত থাকবে না হাইকোর্ট।

নিট পরীক্ষা

ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, ভারতের বাইরে ১৪ টি শহর-সহ মোট ৪৯৭ টি শহরে পরীক্ষা নেবে এনটিএ। মোট ১৮,৭২,৩৪১ জন পড়ুয়া পরীক্ষা দিতে চলেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কোনও সমস্যা হলে প্রার্থীরা 011-40759000-তে ফোন করতে পারবেন। অথবা তাঁদের neet@nta.ac.in-তে ইমেল করতে হবে।

আরও পড়ুন: NEET 2022 Admit Card: লাইভ হল ডাউনলোডের লিঙ্ক, কীভাবে করবেন? দেখুন সহজ উপায়

নিট পরীক্ষার্থীদের মেনে চলতে পোশাকবিধি

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পরীক্ষার্থীদের পোশাকবিধি বা ড্রেসকোড মেনে চলতে হবে। প্রচুর কাজ করা বা ফুলহাতা পোশাক পরা যাবে না। পরা যাবে না বড় বোতাম থাকা পোশাক এবং মোটা সুখতলার জুতো। পরীক্ষার্থীদের হালকা রঙ এবং সাধারণ জামা পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কোনও পরীক্ষার্থী ধর্মীয় কারণে কোনও পোশাক পরলে তাঁদের আগেভাগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।

 

 

 

 

বন্ধ করুন