বাংলা নিউজ > কর্মখালি > NEET UG 2022 Registration: শুরু হল মেডিকেল প্রবেশিকার রেজিস্ট্রেশন, কতদিন চলবে?

NEET UG 2022 Registration: শুরু হল মেডিকেল প্রবেশিকার রেজিস্ট্রেশন, কতদিন চলবে?

শুরু হয়ে গেল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট স্নাতক) রেজিস্ট্রেশন। (ছবিটি প্রতীকী)

আগামী ১৭ জুলাই হবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট স্নাতক বা NEET UG)। সেজন্য আজ (৬ এপ্রিল) থেকে শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন।

শুরু হয়ে গেল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট স্নাতক) রেজিস্ট্রেশন। ইচ্ছুক প্রার্থীরা আগামী ৬ মে পর্যন্ত অনলাইনে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। যে পরীক্ষা হবে আগামী ১৭ জুলাই।

গুরুত্বপূর্ণ তারিখ এবং দিনক্ষণ

১) অনলাইনে আবেদন: আগামী ৬ মে রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত আবেদন চলবে।

২) ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই বা পেটিএমের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৭ মে। রাত ১১ টা ৫০ মিনিট পর্যন্ত হবে।

৩) পরীক্ষার দিন: ১৭ জুলাই, ২০২২ (রবিবার)।

৪) পরীক্ষার সময়: ২০০ মিনিট (তিন ঘণ্টা ২০ মিনিট)। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে।

আবেদন ফি (জিএসটির টাকা যোগ হবে)

১) জেনারেল ক্যাটেগরির প্রার্থী: ১,৬০০ টাকা (ভারতে)।

২) জেনারেল ক্যাটেগরি (আর্থিকভাবে দুর্বল শ্রেণি) এবং ওবিসি (নন-ক্রিমি লেয়ার): ১,৫০০ টাকা (ভারতে)।

৩) তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, বিশেষভাবে সমক্ষ বা তৃতীয় লিঙ্গের প্রার্থী: ৯০০ (ভারতে)।

৪) ভারতের বাইরে সমস্ত প্রার্থীদের আবেদন ফি বাবদ ৮,৫০০ টাকা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

১) ১৩ টি ভাষায় পরীক্ষা হবে - ইংরেজি, ইংরেজি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু।

২) ভারতের প্রায় ৫৪৩ টি শহর এবং ভারতের বাইরে ১৪ টি শহরে পরীক্ষা হবে।

বন্ধ করুন