বাংলা নিউজ > কর্মখালি > NEET UG 2022: CUET-র সঙ্গে 'ধাক্কা' NEET UG-র, পরীক্ষা স্থগিতের দাবি সম্ভাব্য MBBS প্রার্থীদের

NEET UG 2022: CUET-র সঙ্গে 'ধাক্কা' NEET UG-র, পরীক্ষা স্থগিতের দাবি সম্ভাব্য MBBS প্রার্থীদের

CUET-র সঙ্গে 'ধাক্কা' NEET UG-র, পরীক্ষা স্থগিতের দাবি সম্ভাব্য MBBS প্রার্থীদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

NEET UG 2022: নিট পরীক্ষার্থীদের দাবি, 'একটার পর একটা এরকম গুরুত্বপূর্ণ সব পরীক্ষা থাকার ফলে পড়ুয়াদের কী মারাত্মক পর্যায়ের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। এটা কি ঠিক হচ্ছে?'

আগামী ১৭ জুলাই হচ্ছে নিট (স্নাতক) পরীক্ষা। দু'দিন আগে থেকেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভরতির জন্য অভিন্ন পরীক্ষা (CUET) শুরু হচ্ছে। আরও একাধিক সর্বভারতীয় স্তরের পরীক্ষা হবে। সেই পরিস্থিতিতে নিট (NEET UG) পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি তুললেন প্রার্থীদের একাংশ।

এমনিতে গত বছর ১ অগস্ট নিট (স্নাতক) পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। পড়ুয়াদের দাবি, গত মার্চে নিটের (NEET-UG 2021) কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। এবারের পরীক্ষা ১৭ জুলাই হতে চলেছে। তাঁদের বক্তব্য, জুলাইয়ের ওই সময় একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে। ১৫ জুলাই থেকে যেমন শুরু হবে CUET স্নাতক স্তরের পরীক্ষা। আগামী ১০ অগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে। ১৭ জুলাই পরীক্ষা না থাকলেও ১৫, ১৬ এবং ১৯ জুলাই এন্ট্রান্স টেস্ট হবে। সেই পরিস্থিতিতে প্রস্তুতি ধাক্কা খাবে বলে দাবি করেছেন পড়ুয়াদের একাংশ।

আরও পড়ুন: CUET UG Exam 2022 Dates: কবে হবে কলেজে ভরতির অভিন্ন পরীক্ষা? জেনে নিন দিনক্ষণ

পড়ুয়াদের আর্জিতে বলা হয়েছে, 'মাত্র তিন মাসে কীভাবে এত বড় পাঠ্যক্রম আমরা শেষ করব? সেইসঙ্গে ওই সময় বোর্ড পরীক্ষা, CUET, সর্বভারতীয় জয়েন্টের (জেইই মেন) মতো পরীক্ষা আছে। একটার পর একটা এরকম গুরুত্বপূর্ণ সব পরীক্ষা থাকার ফলে পড়ুয়াদের কী মারাত্মক পর্যায়ের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা একবার ভেবে দেখুন। এটা কি ঠিক হচ্ছে?'

কবে হবে CUET 2022?

বুধবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, জুলাই এবং অগস্টের ১০ দিন কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্ট (CUET) হবে। ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৯ জুলাই, ২০ জুলাই, ৪ অগস্ট, ৫ অগস্ট, ৬ অগস্ট, ৭ অগস্ট, ৮ অগস্ট এবং ১০ অগস্ট পরীক্ষা হবে বলে জানিয়েছে CUET স্নাতক স্তরের পরীক্ষার আয়োজক সংস্থা।

বন্ধ করুন