বাংলা নিউজ > কর্মখালি > NEET UG 2023 Registration: শুরু হয়েছে NEET-UG ২০২৩-র রেজিস্ট্রেশন, কীভাবে নথিভুক্ত করবেন নাম? জানুন বিশদ

NEET UG 2023 Registration: শুরু হয়েছে NEET-UG ২০২৩-র রেজিস্ট্রেশন, কীভাবে নথিভুক্ত করবেন নাম? জানুন বিশদ

শুরু হয়েছে NEET-UG ২০২৩-র রেজিস্ট্রেশন, কীভাবে নথিভুক্ত করবেন নাম? জানুন বিশদ

নিট ইউজি পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিকেল কোর্সে ভরতি হতে পারবেন।

ভারতের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক স্তরে মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিট ইউজি ২০২৩-এক জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই প্রবেশিকা পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা (উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা) থেকে ২০০টি বহুনির্বাচনী প্রশ্ন বা মাল্টি চয়েস কোয়েশ্চন (এমসিকিউ) থাকবে। তাতে একটি সঠিক উত্তর সহ চারটি বিকল্প থাকবে। এর থেকে সঠিকটি বেছে নিয়ে ওএমআর শিটে চিহ্নিত করতে হবে। (আরও পড়ুন: রাজ্য জুড়ে হাজার হাজার চাকরির সুযোগ, বাংলার যুব সমাজকে দোলের উপহার মমতার)

প্রতিটি বিষয়ের ৫০টি প্রশ্ন দুটি বিভাগে (এ এবং বি) ভাগ করা হবে। পরীক্ষার সময়কাল দুপুর ২টো থেকে বিকেল ৫টা ২০ মিনিট। ২০০টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রতি প্রার্থীকে ৩ ঘণ্টা ২০ মিনিট সময় দেওয়া হবে। এই বছরের নিট ইউজি পরীক্ষী ১৩টি ভাষায় পরিচালিত হবে। ইংরেজির পাশাপাশি হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু ভাষায় পরীক্ষার প্রশ্ন আসবে। নিট ইউজি পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিকেল কোর্সে ভরতি হতে পারবেন। আগামী ৭ মে এই পরীক্ষা হবে।

আরও পড়ুন: এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার', বড় ঘোষণা মমতার

পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করানোর জন্য ন্যাশানাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট https://neet.nta.nic.in/ -এ যেতে হবে। জেনারেল পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে ১৭০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। তাছাড়া জেনারেল (ইডাব্লুএস), ওবিসি প্রার্থীদের নিট ইউজি পরীক্ষার আবেদন ফি হিসাবে ১৬০০ টাকা দিতে হবে। অন্যদিকে, এসসি, এসটি, পিডাব্লুডি এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। আবার ভারতের বাইরের প্রার্থীদের নিট ইউজি পরীক্ষায় আবেদন ফি হিসাবে ৯,৫০০ টাকা দিতে হবে।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন? প্রথমে এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে নিট ইউজি ২০২৩ রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এবার নিট ইউজি অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্টার করতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করা নিজের ছবি এবং নিজের স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। পাশাপাশি বাঁ হাতের থাম্ব ইম্প্রেশনের স্ক্যান করা ছবিও আপলোড করতে হবে। অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফর্ম জমা দিয়ে সর্বশেষে একটি কপি ডাউনলোড করে রেখে দিন। ফর্ম পূরণের জন্য লাগবে - দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট এবং সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড নম্বর, দ্বাদশ শ্রেণীর রোল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনও বৈধ পরিচয় পত্র।

বন্ধ করুন
Live Score