সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) 'অ্যানসার কি' প্রকাশিত হল। বৃহস্পতিবার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে যে উত্তরপত্র প্রকাশ করা হয়েছে, তা প্রভিশনাল 'অ্যানসার কি'। অর্থাৎ পরীক্ষার্থীরা সেই 'অ্যানসার কি' চ্যালেঞ্জ করতে পারবেন। তা খতিয়ে দেখবে এনটিএ। তারপর চূড়ান্ত 'অ্যানসার কি' প্রকাশ করা হবে। সেই 'অ্যানসার কি'-র উপরই নির্ভর করবে যে নিট পরীক্ষায় কোন পড়ুয়া কত পাচ্ছেন। তবে চূড়ান্ত 'অ্যানসার কি' কবে প্রকাশিত হবে এবং রেজাল্ট কবে ঘোষণা করা হবে, তা এখনও জানানো হয়নি।
কীভাবে NEET-র প্রভিশনাল 'অ্যানসার কি' দেখতে হবে?
১) exams.nta.ac.in-তে যেতে হবে।
২) হোমপেজে 'NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG)' আছে। সেটার নীচে 'Click Here to View'-তে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। প্রভিশনাল 'অ্যানসার কি' দেখতে 'Click Here for Login'-তে ক্লিক করতে হবে।
৪) নয়া একটি পেজ খুলে যাবে। 'Only Registered Candidate Login Here'-তে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে লগইন করতে হবে। তাহলেই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) 'অ্যানসার কি' দেখতে পারবেন।
NEET-র প্রভিশনাল ‘অ্যানসার কি’ দেখার ডিরেক্ট লিঙ্ক- ক্লিক করুন এখানে
NEET-র প্রভিশনাল 'অ্যানসার কি' চ্যালেঞ্জ
১) শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিটের মধ্যে অ্যানসার কি চ্যালেঞ্জ করা যাবে। রেকর্ডেড রেসপন্স চ্যালেঞ্জও করতে হবে শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিটের মধ্যে।
২) প্রতিটি অ্যানসার কি এবং প্রতিটি প্রশ্নের জন্য ২০০ টাকা লাগবে।
কীভাবে NEET-র প্রভিশনাল 'অ্যানসার কি' চ্যালেঞ্জ করতে হবে?
১) exams.nta.ac.in/NEET-তে ক্লিক করতে হবে।
২) হোমপেজে 'Public Notices'-র নীচে ‘Challenge of Provisional Answer Key, Display of Scanned Images of OMR Answer Sheet and Display of Recorded Response for National Eligibility cum Entrance Test (UG) – 2024’ আছে। সেখানে ক্লিক করে প্রভিশনাল 'অ্যানসার কি' চ্যালেঞ্জ সংক্রান্ত ।যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। তবে সেটা করতে না চাইলে হোমপেজে 'Public Notices'-র উপরেই ‘LATEST NEWS’ আছে। সেখানে 'Click Here for Answer Key Challenge'-তে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। 'NEET 2024 Answer Key Challenge Link' আছে। সেটার নীচেই আছে 'Click here for NEET 2024 Answer Key Challenge!'। তাতে ক্লিক করতে হবে।
৪) নতুন একটি পেজ খুলে যাবে। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে ‘Submit’ করতে হবে।
৫) সেখানে পরপর উত্তর দেওয়া আছে। যে উত্তর চ্যালেঞ্জ করতে পারেন, সেটার পাশে চেকবক্স আছে। তাতে দিতে হবে। তারপর ‘Save your Claim’-তে ক্লিক করতে হবে। কোন কোন প্রশ্ন চ্যালেঞ্জ করেছেন, সেটা দেখতে পাবেন। তারপর ‘Save your Claim and Pay Fee Finally’-তে ক্লিক করতে হবে। তারপর টাকা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে NEET-র প্রভিশনাল 'অ্যানসার কি' চ্যালেঞ্জের রশিদ চ্যালেঞ্জ করে রাখতে পারেন।